This Article is From Apr 03, 2019

বিয়ারের ক্যানে আটকে সাপ, একার চেষ্টায় উদ্ধার করলেন মহিলা

এ ধরনের সাপ আমেরিকার বিভিন্ন এলাকায় খুবই দেখা যায়। উদ্ধার হওয়ার পরেই সাপটি অবশ্য পালিয়ে যায়।

বিয়ারের ক্যানে আটকে সাপ, একার চেষ্টায় উদ্ধার করলেন মহিলা

ফ্লোরিডার রোজা ফন্ড একটি সাপকে উদ্ধার করেন

হাইলাইটস

  • রোজা ফন্ড নামে মহিলা বিয়ারের ক্যানে আটকে থাকা একটি সাপকে উদ্ধার করেন
  • আমেরিকায় ফ্লোরিডায় ঘটনাটি ঘটেছে
  • সাপটি উদ্ধারের পুরো ঘটনাই মহিলা মোবাইলে ভিডিও করে রাখেন

ফ্লোরিডার এক মহিলা পড়েছিলেন মহা ফ্যাসাদে। পথে যেতে যেতে তিনি দেখেন, একটি বিয়ারের ক্যানের মধ্যে আটকে রয়েছে একটি সাপ। ফক্স নিউজের রিপোর্টে জানা গিয়েছে, রোজা ফন্ড নামে ওই মহিলা গাড়ি চেপে যাচ্ছিলেন। তখনই তার চোখে পড়ে রাস্তার ধারে সাপটি ক্যানে আটকে গিয়েছে। রোজার নিজস্ব একটি ‘হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল ইউনাইটেড রেস্কিউ' নামে সংস্থা রয়েছে। তিনি যে কোনও সাপ বা সরীসৃপ জাতীয় প্রাণী খুবই পছন্দ করেন। তাই তিনি সঙ্গে সঙ্গে সাপটিকে উদ্ধার করার জন্য নেমে পড়েন।

নির্বাচনের আগে ছেলেকে সেলফি তুলতে বলে কেন ‘হয়রান' করলেন স্মৃতি ইরানী?

রোজা বলেন, ‘‘আমি দেখলাম সাপটি তখনও বেঁচে আছে। কিন্তু প্রচন্ড ভয় পেয়ে আছে। আমি জানতাম আমাকে যে ভাবেই হোক ওকে বাঁচাতেই হবে।'' ফক্স নিউজকে রোজা বলেন, ‘‘আমার জায়গায় অন্য যে কেউ থাকলে সাপটিকে আগে মেরে ফেলত। কিন্তু আমি চাইনি ওর ন্যূনতম আঘাত লাগুক।''

তিনি সাপটিকে উদ্ধার করার পুরো মুহূর্তটাই নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও আকারে বন্দি করে রাখেন। তার দু'টি পোষ্য কুকুরও সেখানে উপস্থিত ছিল। তারা পাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখছিল। রোজা পরে ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। প্রায় ১৬ হাজার জন এখনও পর্যন্ত ভিডিওটি দেখেছেন।

প্রিয়াঙ্কা গান্ধীর ‘অনুপ্রেরণায়' কি হুগলি নদীতে প্রচারে বিজেপির রাহুল সিনহা!

ভিডিওতে একটা সময়ে রোজাকে বলতে শোনা যায়, ‘‘আমি তোমার কোনও ক্ষতি করতে চাইছি না। আমাকে ক্ষমা করো।'' বেশ কয়েক মিনিট ধরে টানাহেঁচড়ার পরে তিনি সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করার সময় তিনি লেখেন, ‘‘আমি কাজটা করার সাহস কি ভাবে পেলাম নিজেই জানি না। এমনকি দু'বার সাপটা আমার হাতের মধ্যে পুরো জড়িয়ে গিয়েছিল।''

দেখুন সেই ভিডিও:

শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি দেখেছেন হাজার হাজার জন মুগ্ধ দর্শক। একজন লিখেছেন, ‘‘আপনি সত্যিই সাহসী। আমি আপনার জায়গায় থাকলে এটা করতে পারতাম না।'' অন্য একজন লেখেন, ‘‘আপনি সত্যিই খুব দয়ালু নারী। না হলে সাপকে উদ্ধার করেন।''

তবে কালো রঙের সাপটি আদতে খুব একটা বিষধর ছিল না। এ ধরনের সাপ আমেরিকার বিভিন্ন এলাকায় খুবই দেখা যায়। উদ্ধার হওয়ার পরেই সাপটি অবশ্য পালিয়ে যায়।

Click for more trending news


.