This Article is From Nov 08, 2018

মুম্বই বিমান বন্দরে চুক্তি- কর্মীদের ডাকা ধর্মঘটে ব্যাহত পরিষেবা, ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা

চুক্তির ভিত্তিতে নিযুক্ত এয়ার ইন্ডিয়ার কর্মীদের (strike of contractual ground staff of Air India) ডাকা  ধর্মঘটের জন্য মুম্বইতে বিমান চলাচলে বিঘ্ন।

মুম্বই বিমান বন্দরে  চুক্তি- কর্মীদের ডাকা ধর্মঘটে ব্যাহত পরিষেবা, ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা

চুক্তির ভিত্তিতে  নিযুক্ত হওয়া গ্রাউন্ড স্টাফরা বুধবার রাত থেকে ধর্মঘট করেছেন

হাইলাইটস

  • চুক্তিতে নিযুক্ত এয়ার ইন্ডিয়ার কর্মীদের ডাকা ধর্মঘটে ব্যহত পরিষেবা
  • এএনআই জানিয়েছে মুম্বই বিমান বন্দরে বুধবার রাত থেক চলছে ধর্মঘট
  • গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই
মুম্বই:

চুক্তির ভিত্তিতে নিযুক্ত এয়ার ইন্ডিয়ার কর্মীদের ডাকা  ধর্মঘটের জন্য মুম্বইতে বিমান চলাচলে বিঘ্ন। সংবাদ সংস্থা  এএনআই সূত্রে এই খবর মিলেছে। বাণিজ্য নগরে আসা  এবং  এখান থেকে উড়ে  যাওয়া দু ধরনের বিমানের যাত্রীদেরই সমস্যা হয়েছে। চুক্তির ভিত্তিতে  নিযুক্ত হওয়া গ্রাউন্ড স্টাফরা বুধবার রাত থেকে ধর্মঘট করেছেন। ঘটনায় ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই। নিজেদের হতাশার কথা জানিয়ে  টুইটও করেছেন কেউ কেউ।                  

 

এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে  জানিয়েছেন, গ্রাউন্ড স্টাফদের ডাকা ধর্মঘটের জন্য বিমান চলাচলে দেরি হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা  করা হচ্ছে। যাত্রীদের সমস্যা  যাতে  মেটানো যায় তা  নিশ্চিত করার চেষ্টা চলছে ।   

 

.