This Article is From May 25, 2019

লোকসভা নির্বাচনে বাংলার হয়ে বিজয়ীদের এক-চতুর্থাংশই মহিলা

Election Results 2019: এবার পশ্চিমবঙ্গের এক-চতুর্থাংশেরও বেশি নির্বাচিত সাংসদ মহিলা। তৃণমূল (TMC) থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন এবং বিজেপি (BJP) থেকে নির্বাচিত ২ জন।

লোকসভা নির্বাচনে বাংলার হয়ে বিজয়ীদের এক-চতুর্থাংশই মহিলা

Election Results 2019: নুসরত জাহান

কলকাতা:

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের এক-চতুর্থাংশেরও বেশি নির্বাচিত সাংসদ মহিলা। তৃণমূল (TMC) থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন এবং বিজেপি (BJP) থেকে নির্বাচিত ২ জন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবারের নির্বাচনে ৪০ শতাংশেরও বেশি মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন‌। এবং তাঁদের ফলাফল পুরুষ প্রার্থীদের থেকে অনেক ভালো। তৃণমূ‌লের ১৫ জন মহিলা প্রার্থীর মধ্যে ৯ জন জয়ী হয়েছেন। ৬ জন পরাস্ত হয়েছেন। এঁদের মধ্যে অন্যতম আসানসোল থেকে দলের প্রার্থী মুনমুন সেন। এবারের নির্বাচনে তৃণমূ‌লের সর্বমোট ২২ জন প্রার্থী জয়ী হয়েছেন।

বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী বিজয়ী হয়েছেন। গেরুয়া দলের পাঁচ জন মহিলা প্রার্থীর বাকিরা জয়লাভ করতে পারেননি।

লকেট ও দেবশ্রী— দু'জনেই প্রথম জয়ের স্বাদ পেল‌েন। এবার বিজেপির ১৮ জন প্রার্থী বাংলা থেকে জয়ী হয়েছেন।

তৃণমূলের হয়ে বিজয়ী মহিলা প্রার্থীদের মধ্যে প্রথম বার জয়ের স্বাদ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। এছাড়াও মালা রায় ও মহুয়া মৈত্রও এবার প্রথম জয়ের স্বাদ পেলেন। এছাড়া দু'বারের সাংসদ শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও ২০১৪ সালে প্রথমবার বিজয়ী হওয়া অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল ও সজদা আহমেদ তাঁদের আসন সংরক্ষিত রাখতে পেরেছেন।

.