This Article is From Oct 03, 2019

সিংহী পার্ক থেকে চেতলা অগ্রণী: এক ক্লিকে দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির প্রতিমা দেখে নিন

শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব (Durga Puja 2019) পঞ্চমীতেই পুরোদস্তুর ফর্মে বাঙালি। বরুণ দেবের কালো চোখ রাঙানিকে উপেক্ষা করেই তাঁরা বেরিয়ে পড়েছেন দেবী দর্শনে।ঘরে বসেই আমাদের সঙ্গে আপনি করতে পারবেন দেবী দর্শন।

সিংহী পার্ক থেকে চেতলা অগ্রণী: এক ক্লিকে দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির প্রতিমা দেখে নিন

Durga Puja 2019: বালিগঞ্জ কালচারাল অ্যাসোশিয়েসনের দুর্গাপ্রতিমা

কলকাতা:

শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব (Durga Puja 2019)। পঞ্চমীতেই পুরোদস্তুর ফর্মে বাঙালি। বরুণ দেবের কালো চোখ রাঙানিকে উপেক্ষা করেই তাঁরা বেরিয়ে পড়েছেন দেবী দর্শনে। তিলোত্তমার বিভিন্ন পুজো মণ্ডপেই পায়ে পায়ে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শণার্থী, সবারই একটাই ইচ্ছা, মায়ের মুখ দর্শন। যদিও শুধু ঠাকুর দেখাই নয়, থিম পুজোর প্যান্ডেল দেখার জন্যেও বিভিন্ন মণ্ডপগুলিতে মানুষের ঢল। তবে এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর প্রতিমার ছবি। ঘরে বসেই আমাদের সঙ্গে আপনি করতে পারবেন দেবী দর্শন।

1. একডালিয়া এভারগ্রিন

is4odrlg

একডালিয়া এভারগ্রিনের দুর্গাপ্রতিমা
ছবি: পল্লবী ঘোষ

2. হিন্দুস্তান ক্লাব

4hhj639o

হিন্দুস্তান ক্লাবের দুর্গাপ্রতিমা
ছবি: পল্লবী ঘোষ

3. সিংহী পার্ক

gihebcg8

সিংহী পার্কের দুর্গাপ্রতিমা
ছবি: পল্লবী ঘোষ

4. সন্তোষপুর লেকপল্লী

ljderou8

সন্তোষপুর লেকপল্লীর দুর্গাপ্রতিমা

5. মুদিয়ালি ক্লাব

l3vetr6o

মুদিয়ালি ক্লাবের দুর্গাপ্রতিমা

6. বেহালা ২৯ পল্লী

7vs41pho

বেহালা ২৯ পল্লীর দুর্গাপ্রতিমা

7. চেতলা অগ্রণী ক্লাব

0ip4d3p8

চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপ্রতিমা

.