This Article is From Aug 07, 2018

31 কেজি সোনা বাজেয়াপ্ত করল ডিআরআই

উদ্ধার হয়েছে মোট ছত্রিশটি সোনার বিস্কুট, যার ওজন প্রায় পাঁচ কেজি ন’শো নব্বই গ্রাম।

31 কেজি সোনা বাজেয়াপ্ত করল ডিআরআই
নিউ দিল্লি:

দুটি ঘটনায় পশ্চিমবঙ্গ এবং মিজোরাম- এই দুই রাজ্য থেকে ন’কোটি টাকার বেশি মূল্যের প্রায় 31 কেজি সোনা উদ্ধার করা হল। এই বিপুল মূল্যের সোনা উদ্ধার করল ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টালিজেন্স (ডিআরআই)।

এই প্রসঙ্গে ডিআরআই’য়ের এক আধিকারিক জানান, এক ব্যক্তি এক নাবালককে নিয়ে শিলিগুড়ি থেকে বাসে করে কলকাতা আসছিল। ওই ব্যক্তির সঙ্গে ছিল দুটি ট্রলি ব্যাগ। সেখান থেকেই উদ্ধার হল মোট ছত্রিশটি সোনার বিস্কুট, পাঁচ কেজি ন’শো নব্বই গ্রাম ওজন সব মিলিয়ে। একটি বিবৃতি দিয়ে ডিআরআইয়ের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়ার জন্য ওই ব্যক্তি নিজের সঙ্গে ওই নাবালককে নিয়ে যাচ্ছিল। তারা আসছিল ভারত-মায়ানমার সীমান্ত থেকে।

ওই বাস থেকেই আরেকজন ব্যক্তি আর মহিলাকে গ্রেফতার করেন ডিআরআই কর্তারা।  তারা সোনার বিস্কুট এবং সোনার চাদর নিয়ে যাচ্ছিল সঙ্গে করে।দুটো পুরনো ও ব্যবহৃত ল্যাপটপের ভিতর ভরে নিয়ে ওই বিপুল পরিমাণ সোনা নিয়ে যাচ্ছিল তারা, জানিয়েছে ডিআরআই কর্তৃপক্ষ।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.