This Article is From Feb 11, 2020

Delhi Election Result: আপ ঝাড়ুতে সাফ কংগ্রেস! 'দিল্লি অনেক দূর'.... বলছে মিম

৭০টি আসনে নির্বাচন হচ্ছে দিল্লিতে। প্রার্থী সংখ্যা ৬৭২। তার মধ্যেই জোর টক্কর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে। 

Delhi Election Result: আপ ঝাড়ুতে সাফ কংগ্রেস! 'দিল্লি অনেক দূর'.... বলছে মিম

সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে মিমে

নয়া দিল্লি:

বিজেপির সমস্ত হুঙ্কার ব্যর্থ করে জয়ের পথে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনী ফলাফল (Delhi Assembly Elections Result) বলছে, সংখ্যাগরিষ্ঠের পথে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। সামান্য কিছু আসল পেয়েছে বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) প্রায় ধুয়েমুছে সাফ। ফল ঘোষণার পর থেকেই সোশ্যাল ছেয়ে মিমের বিদ্রুপ। বিজেপি আর কংগ্রেসকে নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গে বিদ্ধ করছেন সোশ্যালবাসী। দেখুন তার ঝলক--

"আমরা পরাজয়ে হতাশ হই না", নির্বাচনের ফল ঘোষণার আগেই বিজেপি দফতরে পোস্টার

প্রথম দফার ফল প্রকাশ হয়েছে আপাতত। সেই ফলাফল বলছে, চওড়া হাসি হাসতে চলেছেন কেজরিওয়াল। যদিও নিমেষে ভাগ্য বদলে যেতে পারে যেকোনও রাজনৈতিক দলেরই। কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলকে অভিনন্দন জানিয়ে পিছিয়ে পড়া দুই দলকে নিয়ে মজায় মেতেছেন নেটিজেনরা।

সবচেয়ে শোচনীয় দশা কংগ্রেসের। ফলে, তাঁকে নিয়ে ব্যঙ্গ হচ্ছে বেশি।

দেখুন আম আদমি পার্টিকে নিয়ে মিম

৭০টি আসনে নির্বাচন হচ্ছে দিল্লিতে। প্রার্থী সংখ্যা ৬৭২। তার মধ্যেই জোর টক্কর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে। 

Click for more trending news


.