This Article is From Apr 22, 2020

রাজ্যে করোনা পরীক্ষা নিয়ে গুজব রটছে, ত্রুটিপূর্ণ কিট পাঠিয়েছে কেন্দ্র: মুখ্যমন্ত্রী

একদিন আগেই, এরাজ্যে আসে করোনা (Covid-19) পরিস্থিতি দেখভাল করতে রাজ্যে আসা প্রতিনিধি দল, সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় রাজ্য সরকার

রাজ্যে করোনা পরীক্ষা নিয়ে গুজব রটছে, ত্রুটিপূর্ণ কিট পাঠিয়েছে কেন্দ্র: মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাস রুখতে রাজ্যের তরফে সবরকম চেষ্টা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী

কলকাতা:

করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পাশাপাশি রাজ্যে ত্রুটিপূর্ণ কিট পাঠানোরও অভিযোগ তুললেন তিনি। একদিন আগেই, এরাজ্যে আসে করোনা (Covid-19) পরিস্থিতি দেখভাল করতে রাজ্যে আসা প্রতিনিধি দল, সেই নিয়ে কেন্দ্রের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন গুজব ছড়াচ্ছে যে, মাত্র কয়েকজনের কোভিড ১৯ পরীক্ষা হচ্ছে। এটা পুরোপুরি মিথ্যা। বাংলায় ত্রুটিপূর্ণ কিট পাঠানো হয়েছে, যা এখন ফিরিয়ে নেওয়া হয়েছে। এমনকী, আমরা পর্যাপ্ত কিটও পাইনি”।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিনই ওরা বলছে কী করা যাবে এবং কী করা যাবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং করোনার বিরুদ্ধে আমাদের প্রস্তুতি দেখতে লোক পাঠাচ্ছে। আমাদের কড়া বার্তা দিয়ে চিঠি পাঠাচ্ছে। আমরাও ওদের চিঠি পাঠাতে পারি। যদিও সেটা কোনও বিষয় নয়”।

করোনা ভাইরাস রুখতে রাজ্যের তরফে সবরকম চেষ্টা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.