This Article is From Nov 22, 2019

এয়ারপোর্টে দেখা, বিমানে বিয়ে! দুই দেশ বাঁধা পড়ল আকাশে গিয়ে...

ইতিমধ্যেই ভিডিওর ভিউয়ার্স ৬৭ হাজার। শতাধিক মন্তব্যে শুভেচ্ছা পেয়েছেন দম্পতি। অনেকেই বলেছেন, একেই বলে ভালোবাসা।

এয়ারপোর্টে দেখা, বিমানে বিয়ে! দুই দেশ বাঁধা পড়ল আকাশে গিয়ে...

বিমানে বিয়ে!

সিডনি:

বৈশাখে দেখা হল দু-জনায়...জষ্ঠীতে হল পরিচয়--- এসব নয়! একুশের স্টাইলে অনলাইনে আলাপ দুই দেশের বাসিন্দার। দু-জনেই এয়ারপোর্ট গেমের পোকা। ২০১১-য় এই গেমের সূত্র ধরেই অস্ট্রেলিয়ার (Australia) ডেভিড ভালিয়েন্ট (David Valliant) আর নিউ জিল্যান্ডের (New Zealand) ক্যাথির (Cathy) প্রেম। ২০১৩-য় সিডনি এয়ারপোর্টে চার চোখ মিলল। বাকিটা? পয়লা দেখাতেই এত্ত প্রেমে হাবুডুবু যে বলেই ফেললেন ভালোবাসি।

মোদি টাকা পাঠাচ্ছেন ভেবে অন্যের অ্যাকাউন্ট থেকে ৮৯ হাজার টাকা তুলে নিলেন আরেক ব্যক্তি!

তারপর? দু-জনে ঠিক করলেন, তাঁদের প্রেম যখন প্লেনকে ঘিরে তাহলে বিয়েটাও হোক মাঝ আকাশে! এরপরেই জেটস্টার বিমানের (Jetstar flight) ফেসবুকে তাঁরা বিমানে বিয়ের অনুমতি পাওয়ার অনুরোধ জানান। এবং ভাগ্যক্রমে অনুমতিও মেলে। তারপরেই ৩৪ হাজার ফুট উঁচুতে করে সিডনি থেকে অকল্যান্ডে যাওয়ার পথে, তাসখন্দ নদীর ওপর মিসেস ডেভিড ভালিয়েন্ট হয়ে গেলেন ক্যাথি। বৃহস্পতিবার, সেই কথা ফেসবুকে জানান তাঁরা।

ইতিমধ্যেই ভিডিওর ভিউয়ার্স ৬৭ হাজার। শতাধিক মন্তব্যে শুভেচ্ছা পেয়েছেন দম্পতি। অনেকেই বলেছেন, একেই বলে ভালোবাসা।

Click for more trending news


.