This Article is From Mar 11, 2020

Coronavirus: ইচ্ছা করে ব্যক্তির উপরে কাশলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

দেখা যাচ্ছে, ওই মহিলা নিজের মুখ না ঢেকে কেমন করে কাশতে শুরু করেছেন! সামনের ব্যক্তি তাঁকে মুখে হাত রেখে কাশতে বলেন।

Coronavirus: ইচ্ছা করে ব্যক্তির উপরে কাশলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।

হাইলাইটস

  • গত ৪ মার্চ ইউটিউবে শেয়ার করা হয় ভিডিওটি
  • ঘটনাটি অস্ট্রেলিয়ার সিডনির
  • সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি
নয়াদিল্লি:

করোনা ভাইরাসকে (Coronavirus) কেন্দ্র করে সারা পৃথিবীতেই বাড়ছে আতঙ্ক। চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস এখন ভয় দেখাচ্ছে অসংখ্য দেশের নাগরিকদের। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সকলেই সাবধানী হয়ে উঠেছেন। কাশি ও ফ্লু থেকে সকলেই সতর্ক থাকছেন। এই পরিস্থিতিতে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনে এক মহিলা তাঁর সামনে বসে থাকা এক ব্যক্তির গায়ে আচমকা কাশতে শুরু করলেন। এমন ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে নানাজন নানা মন্তব্য করছেন।

ঘটনাটি অস্ট্রেলিয়ার সিডনির। গত ৪ মার্চ ইউটিউবে শেয়ার করা হয় ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা কাশি শুরু করার পর সামনে বসে থাকা ব্যক্তির সঙ্গে তর্ক করছেন। দেখা যাচ্ছে, ওই মহিলা নিজের মুখ না ঢেকে কেমন করে কাশতে শুরু করেছেন! সামনের ব্যক্তি তাঁকে মুখে হাত রেখে কাশতে বলেন। তখন ওই মহিলা জানান, তিনি কাশির সময় মুখ খোলেননি।

Viral: ‘‘করোনা ভাগ যা'': করোনার হাত থেকে রেহাই পেতে ভজন গাইলেন মহিলারা

এরপর ওই মহিলা ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তির দিকেই এগিয়ে কাশতে শুরু করেন। তখন ওই ব্যক্তি তাঁর হেডফোন ও রোদচশমা খুলে রেখে প্রশ্ন করেন, ‘‘সত্যিই কি আপনি মুখের উপরে কাশলেন?'' এরপর তিনি বলেন, ‘‘আমি আপনাকে ভাল করেই বলেছিলাম, কাশার সময় মুখে হাত রাখুন। কিন্তু আপনি আমার উপরেই কাশতে শুরু করলেন।''

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। নানা মন্তব্যও জমা পড়ছে। 

টলমল পায়ে জীবনের প্রথম কয়েক ধাপ! ছোট্ট হাতি মন জিতল সোশ্যাল মিডিয়ার

প্রসঙ্গত, ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। 

Click for more trending news


.