This Article is From May 08, 2020

Coronavirus: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৩৩৯০ জন, মৃত্যু ১০৩ জনের

Coronavirus: সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে কোভিড- ১৯ এ আক্রান্ত ৫৬,৩০০ এরও বেশি মানুষজন

Coronavirus: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৩৩৯০ জন, মৃত্যু ১০৩ জনের
নয়াদিল্লি:

Coronavirus: দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৩৯০ জন ওই মারণ রোগে (COVID- 19) আক্রান্ত হয়েছেন। ভারতে একদিনের মধ্যে মারা (Coronavirus Death) গেছেন ১০৩ জন করোনা রোগী। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে কোভিড- ১৯ এ আক্রান্ত ৫৬,৩০০ এরও বেশি মানুষজন।

তবে আশার কথা এটাই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও চিকিৎসা সহায়তায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে করোনা থেকে  পুনরুদ্ধারের হার বেড়ে হয়েছে ২৯.৩৫ শতাংশ। গত একদিনের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন ওই মারণ রোগের কবল থেকে। পরিসংখ্যান বলছে, এই সুস্থতার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১,২৭৩ জন। 

গোটা দেশের হিসাবে করোনায় আক্রান্ত হবার পর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে সুস্থ এপর্যন্ত বাড়ি ফিরে গেছেন মোট ১৬,৫৪০ জন।এদিকে বৃহস্পতিবার দেশের রাজধানী দিল্লিতে নতুন করে আরও ৪৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেজরিওয়ালের রাজত্বে একদিনের মধ্যে এই প্রথম একসঙ্গে এতজন আক্রান্ত হলেন। ২৪ ঘণ্টার মধ্যে সেরাজ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। দিল্লিতে এখনও পর্যন্ত কোভিড- ১৯ এ আক্রান্ত হয়েছেন মোট ৫,৯৮০ জন এবং মারা গেছেন ৬৬ জন। দেশের মধ্যে করোনা আক্রান্তের বিচারে তৃতীয় স্থানে রয়েছে এখন দিল্লি। তবে সেখানে পুনরুদ্ধারের হারও ক্রম উন্নতিশীল। শেষ পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েও ৩২.৩৯ শতাংশ মানুষ এখন ফের স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

.