This Article is From Jun 09, 2020

দিল্লির করোনা পরিস্থিতিতে বিকেল ৩টেয় সর্বদল বৈঠক ডাকলেন উপ-রাজ্যপাল

Delhi All Party Meeting: "বৈঠকে যদি প্রমাণিত হয় যে দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে তবে সেই অনুযায়ীই কৌশল পরিবর্তন করতে হবে", বলেছেন উপ-মুখ্যমন্ত্রী

দিল্লির করোনা পরিস্থিতিতে বিকেল ৩টেয় সর্বদল বৈঠক ডাকলেন উপ-রাজ্যপাল

Delhi Coronavirus Crisis: দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলায় সর্বদল বৈঠকের ডাক দিলেন অনিল বৈজল

হাইলাইটস

  • দিল্লিতে লাগাতার ছড়াচ্ছে করোনা সংক্রমণ, ফলে ছড়াচ্ছে আতঙ্ক
  • সোমবারই গলা ব্যথা আর জ্বর জ্বর ভাব অনুভব করেন দিল্লির মুখ্যমন্ত্রীও
  • করোনা সঙ্কট মেটাতে বিকেল ৩ টেয় সর্বদল বৈঠক ডেকেছেন উপ-রাজ্যপাল অনিল বৈজাল
নয়া দিল্লি:

দিল্লিতে ক্রমশই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির, এই সঙ্কট (Coronavirus Crisis) মোকাবিলায় কী করা যায় তা নিয়ে আলোচনা করতেই মঙ্গলবার বিকেল ৩টেয় সর্বদল বৈঠক (Delhi All Party Meeting) ডাকলেন উপ রাজ্যপাল অনিল বৈজল (Anil Baijal)। ওই বৈঠকের কথা জানিয়েছে দিল্লির উপ রাজ্যপালের দফতর। এদিকে সোমবার থেকেই জ্বর ও গলা ব্যথা হওয়ায় অসুস্থ বোধ করছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা গেছে, আপাতত তাই নিজেই স্বেচ্ছা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন আপ প্রধান। আজ (মঙ্গলবার) তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের টেস্টের জন্যে পাঠানো হবে। তাই এই সর্বদল বৈঠকে দিল্লি মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার কোনও সম্ভাবনা নেই।

গলা জ্বালা ও জ্বর নিয়ে সেল্ফ আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল! হতে পারে নমুনা পরীক্ষা

গতকাল (সোমবার), অনিল বৈজাল দিল্লি মুখ্যমন্ত্রীর একটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন। এর আগে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, দিল্লিতে একমাত্র সেরাজ্যের বাসিন্দাদের জন্যেই হাসপাতালগুলোর করোনা চিকিৎসা সংক্রান্ত বেড বরাদ্দ করা আছে। সেই সিদ্ধান্তই খারিজ করে দেন দিল্লির উপ রাজ্যপাল। পাশাপাশি আপ প্রধান এও বলেছিলেন যে, একমাত্র করোনা সংক্রান্ত লক্ষণ দেখা গেলে তবেই করোনা টেস্ট করা হবে। সেই সিদ্ধান্তও বাতিল করে দিয়ে বৈজাল জানান, যেহেতু এটা একটা ভাইরাস জনিত রোগ এবং খুবই সংক্রামক, তাই যত বেশি সম্ভব মানুষের করোনা টেস্ট করানো প্রয়োজন।

হাসপাতালে শুধু দিল্লিবাসীর চিকিৎসা! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত খারিজ উপ-রাজ্যপালের

এছাড়াও, দিল্লিতে করোনা মহামারীর গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে কি না, তা নির্ধারণের জন্য সেরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মঙ্গলবারই আরেকটি বৈঠক করছে। অনেকেই মনে করছেন যে, বর্তমানে রাজধানীতে করোনা সংক্রমণের উৎসটি সনাক্ত করা খুবই কঠিন। দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিরও সভাপতি উপ-রাজ্যপাল অনিল বৈজাল।

সোমবার হালকা জ্বর এবং গলা ব্যথার পরেই সেল্ফ কোয়ারান্টাইনে চলে যাওয়া অরবিন্দ কেজরিওয়াল এই সর্বদল বৈঠকে যাবেন না। তাঁর পরিবর্তে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ওই বৈঠকে যোগ দেবেন।

সিসোদিয়া সোমবারই বলেন যে,"বৈঠকে যদি প্রমাণিত হয় যে দিল্লিতে এখন গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে তাহলে আমাদের সেই অনুযায়ীই কৌশল পরিবর্তন করতে হবে"।

দিল্লিতে লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বর্তমানে দেশের রাজধানীতে ২৯,০০০ এরও বেশি মানুষ ওই মারণ রোগে আক্রান্ত। সেখানে ৮৭৪ জন মারা গেছেন ওই রোগে ভুগে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে এই সংক্রমণ দ্বিগুণ হারে বাড়তে পারে, আর তা যদি হয় তবে দিল্লিতে আগামী দুই সপ্তাহের মধ্যেই কমপক্ষে ৫৬,০০০ মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে মনে হচ্ছে। 

.