This Article is From Apr 13, 2020

মুম্বইয়ে একদিনে করোনায় আক্রান্ত ১৫০, মৃত্যু হল ৯ জনের

Coronavirus Mumbai News: মু্ম্বইয়ে (Mumbai) নতুন করে ১৫০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু হয়েছে ৯ জনের।

মুম্বইয়ে একদিনে করোনায় আক্রান্ত ১৫০, মৃত্যু হল ৯ জনের

Coronavirus Mumbai updates: সোমবার মুম্বইয়ে করোনা আক্রান্ত ১৫০ জন।

মুম্বই:

দেশে ক্রমেই বাড়ছে করোনা (Coronavirus) আতঙ্ক। ভারতে করোনার প্রকোপে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। সংক্রমণের শিকার ৯,০০০-এরও বেশি মানুষ। করোনার প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা গিয়েছে মহারাষ্ট্রে। সোমবার মু্ম্বইয়ে (Mumbai) নতুন করে ১৫০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু হয়েছে ৯ জনের। বিএমসি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্তের সংখ্যা ৯০৫। মৃত ৫১। দেশে আক্রান্তের মোট সংখ্যা ৯৩৫২ হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩২৪। তবে আশার কথা, ৯৮০ জন সুস্থও হয়ে উঠেছেন। 
করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন চলছে দেশে। মনে করা হচ্ছে, এটা আরও বাড়ানো হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা তাদের রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

.