This Article is From Mar 31, 2020

ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রি করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হল

পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক, তবে সোমবারই সরকারের তরফে জানানো হয়েছে আপাতত লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা নেই

ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রি করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হল

Coronavirus: ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল সরকার

হাইলাইটস

  • লকডাউনের জেরে বন্ধ সমস্ত সরকারি দফতর, গোটা দেশ স্তব্ধ
  • ১৪ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে
  • ফলে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির নথিপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানো হল
নয়া দিল্লি:

করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণ এড়াতে দেশে চলছে ২১ দিনের লকডাউন। এদিকে ড্রাইভিং লাইসেন্সের (Driving License) মেয়াদ বা যানবাহন চালানোর জন্যে রেজিস্ট্রির মেয়াদ গত ১ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। এই লকডাউনের (Coronavirus Lockdown) কারণে সেই সব পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। লকডাউন পর্বের এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এই সিদ্ধান্তের কথা জানালো মোদি সরকার। পাশাপাশি এই মর্মে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর পরিবহণ দফতরকেও ওই ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। 

করোনাকে ঠেকাতে অ্যান্টি-ম্যালেরিয়াল ওষুধ খেয়ে মারা গেলেন চিকিৎসক

করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে সব কিছু স্তব্ধ হয়ে আছে। এর ফলে সমস্ত সরকারি পরিবহণ দফতরও বন্ধ, তাই বিভিন্ন গাড়ির নথিপত্রের বৈধতা পুনর্নবীকরণের কাজ থমকে রয়েছে। থমকে রয়েছে গণ পরিবহণে ব্যবহৃত গাড়িগুলোর ফিটনেস, পারমিট (সমস্ত ধরণের), ড্রাইভিং লাইসেন্স সহ মোটর ভেহিকেল আইনের অধীনে থাকা অন্যান্য নথির যাচাই ও পুনর্নবীকরণও। তাই সকলের সুবিধার জন্যেই ওই ঘোষণা করা হল বলে মনে করা হচ্ছে।

অনলাইনে বুক হচ্ছে COVID-19 টেস্ট, বাড়ি বসে এই টেস্টের খরচ জেনে নিন

যদিও এই লকডাউনের মধ্যে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঘটনা। গত ২৪ ঘণ্টায় মোট ২২৭ জন রোগীর শরীরে COVID-19 পজিটিভ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে অনুযায়ী, সব মিলিয়ে ভারতে বর্তমানে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১,২৫১ জন। এর মধ্যে ১০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে এবং ৩২ জন মারা গেছে। এরই মধ্যে খবর মিলেছে পশ্চিমবঙ্গে আরও ১ মহিলার করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩ জন। অন্যদিকে দেশেও আরও একজন বাড়ল করোনা মৃত্যুর তালিকায়।

.