Read in English
This Article is From May 18, 2020

পরিযায়ীদের জন্য ১,০০০ বাস নামানোর প্রিয়াঙ্কা গান্ধি আবেদন মঞ্জুর

প্রিয়াঙ্কা গান্ধি বলেন, হাজার হাজার শ্রমিক খাদ্য ওপানীয় না পেয়ে হেঁটে বাড়ির পথে রওনা দিয়েছেন এবং তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন

Advertisement
অল ইন্ডিয়া Edited by
নয়াদিল্লি:

পরিযায়ী শ্রমিকদের (migrants Labour) জন্য ১,০০০ বাস নামাতে প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi Vadra) আবেদন মঞ্জুর করল উত্তরপ্রদেশ সরকার। বাসের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে কংগ্রেস নেত্রীর দফতরে চিঠি লিখেছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার, সেখানে বাসের নম্বর এবং চালকদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ১৬ মে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। উত্তরপ্রদেশে একটি ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কায় ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং ৩৬ জন আহত হওয়ার ঘটনার পরদিনই ট্যইটারে ভিডিও পোস্ট করে আবেদন করেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি আবেদনে লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এটা রাজনীতির সময় নয়। সীমানায় আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার শ্রমিক খাদ্য ও পানীয় না পেয়ে হেঁটেই বাড়ির পথে রওনা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমাদের তাঁদের সাহায্য করতে হবে। আমাদের বাসগুলিকে অনুমতি দিন”।

আরেকটি ট্যুইটে তিনি বলেন, “আমাদের বাস সীমানায় দাঁড়িয়ে রয়েছে। দেশের হাজারখানেক শ্রমিক ও পরিযায়ী রোদের মধ্যে হাঁটছেন। যোগী আদিত্যনাথজী অনুমতি দিন। আমাদের ভাই বোনদের সাহায্য করতে হবে”।

উত্তরপ্রদেশ সীমানায় দাঁড়িয়ে থাকা বাসের ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধি।

Advertisement
Advertisement