This Article is From May 21, 2020

চালানো হবে আরও ট্রেন, শীঘ্রই শুরু হবে বুকিং, জানালেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল

খুব শীঘ্রই সারা দেশ জুড়ে চালানো হবে আরও ট্রেন, আজ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

চালানো হবে আরও ট্রেন, শীঘ্রই শুরু হবে বুকিং, জানালেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল

দীর্ঘ দিন লকডাউনের পর একে একে শুরু করা হবে ট্রেন, বিমান ও মেট্রো চলাচল

নিউ দিল্লি:

খুব শীঘ্রই সারা দেশ জুড়ে চালানো হবে আরও ট্রেন, আজ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ( Piyush Goyal)। করোনা ভাইরাসের (Coronavirus) জেরে রীতিমতো লকডাউন চলছে ভারত বর্ষ জুড়ে। ভারতকে স্বাভাবিক ছন্দে ফেরানো চেষ্টা চলছে। ''ভারতকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য শীঘ্রই আরও অনেক ট্রেন চালু করার কথা ঘোষণা করা হবে।'' এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।  

তিনি আরও জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ১.৭ লক্ষ সেন্টার থেকে আগামী শুক্রবার থেকেই কাটা যাবে টিকিট।  

আরও বিস্তারিত ভাবে রেলমন্ত্রী বলেছেন, ''আগামী দুই-তিন দিন পর থেকেই দেশের বিভিন্ন কাউন্টার থেকে টিকিট দেওয়ার কাজ শুরু হবে। প্রোটোকল যাতে আরও উন্নতমানের করা যায় তার জন্য বিস্তারিত ভাবে খতিয়ে দেখা হচ্ছে।''  

মার্চ মাসে দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে, স্থগিত হয়ে যায় রেল পরিষেবা সহ বিমান চলাচল ও মেট্রো পরিষেবা। 

এই মাসের শুরুর থেকেই ভারতীয় রেল পরিযায়ী শ্রমিকদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চালু করে 'শ্রমিক ট্রেন'। করোনা ভাইরাসের জেরে হঠাৎই দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়াতে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন বহু শ্রমিক।   

গত সপ্তাহে ২০০ টি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল ভারতীয় রেল। আগামী মাস থেকে দৈনিক চালানো হবে যাত্রীবাহী ট্রেন, এমনটাই জানানো হয় রেলওয়ে বিভাগের তরফ থেকে। 

.