This Article is From Apr 10, 2020

করোনার গ্রাসে গোটা বিশ্ব, সব মিলিয়ে মৃতের সংখ্যা পেরলো ৯০ হাজার

Coronavirus: করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া জুড়ে মোট ৯০,৯৩৮ জনের মৃত্যু, এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে ইতালি, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে

করোনার গ্রাসে গোটা বিশ্ব, সব মিলিয়ে মৃতের সংখ্যা পেরলো ৯০ হাজার

COVID-19: বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রামক এই রোগ (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • গোটা বিশ্বে ৯০,৯৪৮ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস
  • ইতালিতে ১৮,২৭৯ জনের মৃত্যু হয়েছে
  • আমেরিকায় করোনার শিকার ১৪,৮৩০ জন
নয়া দিল্লি:

এক ভয়ঙ্কর অসুখে ভুগছে এখন সারা বিশ্ব, করোনা ভাইরাস (Coronavirus) ছাড় দেয়নি প্রায় কোনও দেশকেই, মানুষের কাছে মৃত্যু বিভীষিকা এখন COVID-19। গত ডিসেম্বর চিনের উহান থেকে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এই মুহূর্তে মোট ১৮৪ টি দেশ করোনার কবলে এবং মৃতের সংখ্যা (Coronavirus Total Death in World) ছাড়িয়েছে ৯০,০০০। পৃথিবী জুড়ে এখন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে দেড় মিলিয়নেরও বেশি মানুষ। তবে এর মধ্যে থেকে ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ অবশ্য ওই রোগের সঙ্গে লড়ে সুস্থ হয়ে উঠেছেন। তবে কারোনা ভাইরাস সবচেয়ে বেশি যেখানে জাঁকিয়ে বসেছে তা হল ইউরোপ এবং আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তো ক্রমশই গুরুতর হচ্ছে। ইতিমধ্যেই ১৫,০০০ এরও বেশি মানুষ সেখানে মারা গেছে, আর লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত। এদিকে ইউরোপ মহাদেশে যে দুটো দেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে তা হল ইতালি এবং স্পেন। পরিসংখ্যান অনুযায়ী ইতালিতে করোনায় কারণে মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, স্পেনেও মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

দেশে করোনার শিকার ১৯৯ জন, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৩, মোট সংক্রমিত ৬,৪১২ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া জুড়ে মোট ৯০,৯৩৮ জনের মৃত্যু, এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে ইতালি, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেই । ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে,সেখানে মোট ১৮,২৭৯ জন মারা গেছে। এরপরে রয়েছে স্পেন, সেখানে মারা গেছে ১৫,২৩৮ জন। আমেরিকাতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে, ট্রাম্পের দেশে এখনও পর্যন্ত এই প্রাণঘাতী রোগে মৃত্যু হয়েছে এই রোগে ১৪,৮৩০ জনের। রেহাই পায়নি ফ্রান্সও, সেখানে করোনা ভাইরাসের কারণে মৃত ১০,৮৬৯ জন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বে এখনও পর্যন্ত ওই মারাত্মক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছেন ১৫,৩৪,৪২৬ জন মানুষ।

লাগাতার করোনা সংক্রমণের পরীক্ষা, দিন-রাত এক করে খাটছেন আইসিএমআরের কর্মীরা

এদিকে গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন চললেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের প্রাণ কেড়েছে ওই মারাত্মক ভাইরাসটি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন মোট সংক্রমিত ৬,৪১২ জন। এর মধ্যে আবার ভারতে এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, সেখানে এখনও পর্যন্ত ১,৩৬৪ জন করোনা পজিটিভ।

.