This Article is From Mar 27, 2020

"গরিব আর দিন মজুরদের সুরাহা দিন", চিঠিতে আদিত্যনাথকে বার্তা প্রিয়াঙ্কা গান্ধির

করোনা সংক্রমণের জেরে চলা লকডাউনের মধ্যেই যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন প্রিয়াঙ্কা বঢরা গান্ধি।

প্রিয়াঙ্কা গান্ধি। (ফাইল ছবি)

হাইলাইটস

  • শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রিয়াঙ্কা গান্ধি
  • চিঠিতে গরিব আর ঠিকা শ্রমিকদের সুরাহা দিতে আবেদন করেন তিনি
  • এই লড়াইয়ে কংগ্রেস, রাজ্য সরকারের পাশে। দাবি করেছেন প্রিয়াঙ্কা বঢরা গান্ধি
নয়া দিল্লি:

করোনা সংক্রমণের (Covid-19) জেরে চলা লকডাউনের মধ্যেই যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (UP CM Yogi Adityanath) লেখা চিঠিতে কংগ্রেসের ওই নেত্রীর দাবি, "রাজ্যের গরিব ও ঠিকা শ্রমিকদের সুরাহা দিতে তৎপর হোক সরকার।" তিনি লিখেছেন, "জরুরি চাহিদা সম্পন্ন যারা রাস্তায় আটকে, তাঁদের জন্য আশপাশের স্কুল-কলেজ খুলে দেওয়া হোক।" "এই লড়াইয়ে কংগ্রেস (Congress) রাজ্য সরকারের পাশে আছে", এই বার্তা দিয়ে কংগ্রেস নেত্রী লিখেছেন, "প্রয়োজনে প্রশাসন কংগ্রেস কর্মীদের সাহায্য নিতে পারে। তাঁরা সবরকমের সাহায্য করতে প্রস্তুত।" তাঁর দাবি, "আমি দলের কর্মী-সমর্থকদের কাছে আবেদন করেছি মানুষের পাশে থাকতে, প্রশাসনের পাশে থাকতে।" 

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৫০ লাখ অনুদান সচিন তেন্ডুলকরের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা আবেদন করেছেন, ঠিকা শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিধবা ও শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ঘোষণা রূপায়িত করতে অবিলম্বে উদ্যোগ নিক প্রশাসন। এদিকে, একাধিক পরিযায়ী শ্রমিক পরিবহণ না পেয়ে দলে দলে হেঁটে গ্রামে ফিরছেন। ১০০ কিমি, ২০০ কিমি হাঁটছেন তাঁরা। পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। সেই তালিকায় উত্তরপ্রদেশ ও বিহারের নাগরিক বেশি। সেই সব নাগরিকদের পাশে দাঁড়াতেও এদিন চিঠিতে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি লেখেন, "যে শ্রমিকরা পথে আটকে, তাঁদের ঘরে ফিরতে বিশেষ ব্যবস্থা করুক রাজ্য। সেই শ্রমিকদের সংখ্যা বেশি হলে, আশপাশের স্কুল, কলেজ খুলে আপৎকালীন ভিত্তিতে থাকার ব্যবস্থা করা হোক। পরে সুযোগ বুঝে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।" এমনকি, উত্তরপ্রদেশে করোনা সংক্রমণে চিকিৎসাধীন নাগরিকদের সেবা-যত্নে নিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিকে বিশেষ নজর দিতে এদিন বার্তা পাঠান তিনি।    


ভিডিও: করোনা প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে 

.