This Article is From Aug 11, 2019

দায়িত্বে সনিয়া, পরিবারতন্ত্র্ নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলীপ ঘোষের

লোকসভায় গান্ধিদের নেতৃত্বাধীন কংগ্রেসকে মানুষ গ্রহণ করেনি। তবুও, দলের হাল ধরলেন রাজীব জায়া। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।

দায়িত্বে সনিয়া, পরিবারতন্ত্র্ নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলীপ ঘোষের

সনিয়া গান্ধি সভানেত্রী হওয়ার বিষয়টিকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। (ফাইল)

কলকাতা:

দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় কংগ্রেস (Congress)ও গান্ধি পরিবার (Gandhi Family)। ঘোর বিপর্যয়ে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। পরাজয়ের দায় নিয়ে দায়িত্ব ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)।  আবেদন নিবেদনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে দলের হাল ধরবে কে? অনেক খুঁজেও সন্ধান মেলেনি অ-গান্ধি পরিবারের কারোও। শেষ পর্যন্ত অন্তবর্তী প্রধান (Interim Chief) হয়ে কংগ্রেসের নেতৃত্বে সনিয়া (Sonia Gandhi)। লোকসভায় গান্ধিদের নেতৃত্বাধীন কংগ্রেসকে মানুষ গ্রহণ করেনি। তবুও, দলের হাল ধরলেন রাজীব জায়া। যা নিয়ে রবিবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হাত শিবিরকে বিঁধে তিনি বলেন, ‘কংগ্রেস ফের প্রমাণ করল গান্ধি পরিবারের বিরুদ্ধে তারা কিছু ভাবতে রাজি নয়। পরিবারতন্ত্রের উদাহরণ এটা। যা অদ্ভূত বিষয়।'

‘‘বর্তমান পরিস্থিতিতে সেরা সিদ্ধান্ত'': সভাপতি পদে সনিয়ার প্রত্যাবর্তনের পর অমরিন্দর সিংহ

মেদিনীপুরের সাংসদের সংযোজন, ‘এবার কংগ্রেস ও গান্ধি পরিবারের রাজনৈতিক দূরদর্শিতা (Political foresight) নিয়ে প্রশ্ন উঠে গেল। ভোটে দেশবাসী শুধু কংগ্রেসকে বর্জন করেনি। একই সঙ্গে ছুঁড়ে ফেলেছিল গান্ধিদের নেতৃত্বকে। কিন্তু ওঁরা মানুষের মতকে মর্যাদা দেয়নি কোনও দিনই।'

স্বাভাবিকভাবেই সমালোচনা মেনে নিতে পারেননি হাত শিবিরের নেতারা। অন্য দলের বিষয়ে কেন কথা বলছেন গেরুয়া দলের রাজ্য সভাপতি? এই প্রশ্ন তুলে বিজেপি সাংসদকে  অসংবেদনশীল কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । তিনি বলেন, ‘যুক্তিহীন কথা বলছেন উনি। কংগ্রেস সংগঠনের কর্মপদ্ধতি সম্পর্কে তিনি কিছুই জানেন না।'

কংগ্রেসের নয়া প্রধান নির্বাচনে থাকলেন না সনিয়া ও রাহুল গান্ধি, তবে ছিলেন প্রিয়াঙ্কা

গত ২৫ মে দলের ওয়ার্কিং কমিটির কাছে নিজের পদত্যাগের কথা জানান রাহুল গান্ধি। তারপর কেটে গিয়েছে দু'মাসেরও বেশি সময়। দলের দায়িত্ব কারোর হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। শনিবার বসেছিল সভাপতি (President) বাছতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। দেখার ছিল, গান্ধি পরিবারের বাইরে এই গুরু দায়িত্ব কাউকে দেওয়া হবে কিনা। শেষ পর্যন্ত অবশ্য সনিয়াকেই সংগঠনের হাল ধরতে বলা হয়। রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা গুলাম নবি আজাদ ঘোষণা করেন, কংগ্রেসের নতুন সভানেত্রী হচ্ছেন সনিয়া গান্ধি।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.