This Article is From Mar 23, 2020

করোনা মোকাবিলায় বুধবার থেকে দেশে বন্ধ সমস্ত বিমান চলাচল, জানাল কেন্দ্র

করোনা সংক্রমণের মোকাবিলায় মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সমস্ত ঘরোয়া বিমান চলাচল বন্ধ রাখা হবে।

করোনা মোকাবিলায় বুধবার থেকে দেশে বন্ধ সমস্ত বিমান চলাচল, জানাল কেন্দ্র

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আগেই।

হাইলাইটস

  • বুধবার থেকে দেশে বন্ধ সমস্ত বিমান চলাচল
  • কেবল কার্গো বিমানকে ছাড় দেওয়া হবে
  • আন্তর্জাতিক বিমান চলাচল আগেই বন্ধ করা হয়েছে

মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সমস্ত অন্তর্দেশীয় বিমান চলাচল (Domestic Flights) বন্ধ রাখা হবে করোনা (Coronavirus) সংক্রমণের মোকাবিলায়। কেন্দ্রীয় সরকার একথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার ১১.৫৯-এর মধ্যেই যাতে সমস্ত অবতরণ করতে পারে সে ব্যাপারে পরিকল্পনা করছে এয়ারলাইনস। কেবল কার্গো উড়ানকে অনুমতি দেওয়া হবে ওড়ার। সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪১৫-তে। মৃত আট।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আগেই।

রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন দিল্লিতে কোনও বিমানকে ওঠানামা করতে দেওয়া হবে না। তখন অবশ্য কেন্দ্র তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। এরপর সোমবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বলেন, বাংলাতে কোনও বিমানের ওঠানামাই বন্ধ করতে দেওয়া হোক।

সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০। আক্রান্ত ৩ লক্ষের উপরে। অসম্ভব ছোঁয়াচে করোনা ভাইরাস দ্রুত একজনের শরীরে থেকে অন্যের শরীরে সংক্রামিত হতে পারে। সতর্কতা হিসেবে সারা দেশের অধিকাংশ অঞ্চলই লকডাউন করে দেওয়া হয়েছে।

.