This Article is From Aug 25, 2018

কেরালার বিধ্বংসী বন্যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত, মত বিজ্ঞানীদের

সাম্প্রতিক গবেষণায় ১৯৫০-২০১৭ সালের মধ্যে বৃষ্টিপাত তিন গুণ বাড়তে দেখা গেছে বলে জানান এক বৈজ্ঞানিক।

কেরালার বিধ্বংসী বন্যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত, মত বিজ্ঞানীদের

বন্যায় কেরালায় 300 জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে

কেরালা:

গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে না থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখিন হতে হবে। আগে বহুবার এই হুঁশিয়ারি দিয়েছেন জলবায়ু বিজ্ঞানিরা। টানা  বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা। বেঘর হতে হয়েছে বহু মানুষকে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরেই এই পরিণাম বলে মত বিজ্ঞানীদের।

সাম্প্রতিক গবেষণায় ১৯৫০-২০১৭ সালের মধ্যে বৃষ্টিপাত তিন গুণ বাড়তে দেখা গেছে বলে জানান এক বৈজ্ঞানিক।

সপ্তাহ খানেকের টানা বৃষ্টিতে ১০ অগাস্টারে  মধ্যে ভরে যায় কেরালার বড় বড় ৩৫টি রিজার্ভার। স্থানীয় কর্তৃপক্ষ বাধ্য হয় রিজার্ভারের গেট খুলে দিতে। এতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কেরালায়। 
 

(Kerala has to rebuild itself after the worst floods in over a century. Hundreds have died and lakhs are homeless. Here is how you can help.)

 

.