This Article is From Jun 13, 2019

ইনস্টাগ্রামে উত্যক্ত চিরঞ্জীবীর জামাই, গ্রেফতার ১০

ভক্তদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে ইদানিং সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ সব তারকারাই। সেভাবেই ইনস্টাগ্রামে নিজের যাবতীয় তথ্য পোস্ট করেছিলেন চিরঞ্জীবীর জামাই ।

ইনস্টাগ্রামে উত্যক্ত চিরঞ্জীবীর জামাই, গ্রেফতার ১০

Chiranjeevi's son-in-law: ইনস্টাগ্রামে উত্যক্ত কল্যাণ

হায়দ্রাবাদ:

ভক্তদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে ইদানিং সোশ্যাল মিডিয়ার (social media) দ্বারস্থ সমস্ত তারকারাই। সেভাবেই ইনস্টাগ্রামে নিজের যাবতীয় ছবি, তথ্য পোস্ট করেছিলেন চিরঞ্জীবীর জামাই (Chiranjeevi's son-in-law) কল্যাণ। হায়দ্রাবাদ পুলিশের (Hyderabad police) পক্ষ থেকে জানানো হয়েছে, ইনস্টাগ্রামে নেটিজেনদের অশালীন আচরণের শিকার হয়ে দ্রুত জনপ্রিয় হওয়ার মাশুল গুণতে হল কল্যাণ ডেভকে (Kalyaan Dhev)। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ১০ জনকে।   

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ওই ১০ অভিযুক্ত নাকি অশালীন মন্তব্য করেছিল কল্যাণের বিরুদ্ধে। ফটো শেয়ারিং অ্যাপে এভাবেই নাকি চিরঞ্জীবীর জামাইকে উত্যক্ত করে তারা। যদিও, তারকাদের এভাবে উত্যক্ত বা ট্রোলের শিকার হওয়া নতুন ঘটনা নয়।

"তিনদিন আগে কল্যাণ জানান, ১০ ইনস্টাগ্রাম ইউসার উত্যক্ত করছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্বন্ধে আপত্তিকর মন্তব্যও করছে। এরপরেই তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানান," জানিয়েছেন হায়দ্রাবাদের উচ্চপদস্থ পুলিশ অফিসার রঘুবীর।

তিনি আরও জানিয়েছেন, কল্যাণ অভিযোগ জানানোর পরেই প্রশাসনের পক্ষ থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই ১০ অভিযুক্তের সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে চেয়ে চিঠি দেওয়া হয় ফেসবুক কর্তৃপক্ষকে। সঙ্গে সঙ্গেই ইতিবাচক পদক্ষেপ নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শিল্পপতি কল্যাণ দেভ (Kalyaan Dhev)-এর সঙ্গে বিয়ে হয়েছে চিরঞ্জীবী (Chiranjeevi)-র ছোট মেয়ে সৃজার (Sreeja)।

.