This Article is From Jan 05, 2019

বীরভুম সফরে গিয়ে ব্যাডমিন্টন খেলায় মাতলেন মমতা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও

ছবি আঁকা, কবিতা লেখা সহ শিল্পের বিভিন্ন অঙ্গনে তাঁর অবাধ যাতায়াত থাকলেও খেলা নিয়ে তাঁর প্রীতির কথা খুব বেশি আলোচিত হয় না কখনওই।

পরনে তাঁর ট্রেডমার্ক সাদা শাড়ি। কাঁধে একটি শাল জড়ানো।

নিউ দিল্লি:

ছবি আঁকা, কবিতা লেখা সহ শিল্পের বিভিন্ন অঙ্গনে তাঁর অবাধ যাতায়াত থাকলেও খেলা নিয়ে তাঁর প্রীতির কথা খুব বেশি আলোচিত হয় না কখনওই। সম্প্রতি বীরভূম সফরে গিয়ে সেই খেলারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে বীরভূম সফরে গিয়ে কয়েকজনের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছেন মুখ্যমন্ত্রী। পরনে তাঁর ট্রেডমার্ক সাদা শাড়ি। কাঁধে একটি শাল জড়ানো। লনে তাঁর ব্যাডমিন্টন খেলায় সঙ্গী হয়েছিলেন আরও তিনজন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশাসনিক সভার জন্য দু'দিন ব্যাপী বীরভূম সফরে এসে বৃহস্পতিবার সন্ধ্যা বেলা একটু হালকা মেজাজের খেলায় মনোনিবেশ করেছিলেন মমতা। ভিডিওটিতে ২৪৬'টি লাইক পায়। এবং পোস্ট  করার একঘন্টার মধ্যে ২,৫০০-এরও বেশিবার শেয়ার করা হয়। 

তৃণমূলের কর্মী-সমর্থকেরা তাঁদের প্রিয় 'দিদি'র ব্যাডমিন্টন খেলার ভিডিও নিয়ে মেতে ওঠেন সোশ্যাল মিডিয়ায়।

.