This Article is From Nov 15, 2019

অনলাইনে শিশু পর্ন রুখতে বিশেষ ইউনিট গড়ল সিবিআই

কারা এই ধরনের পর্নোগ্রাফি ব্রাউজ বা ডাউনলোড করছে, তাও খতিয়ে দেখবে সিবিআইয়ের এই ইউনিট।

অনলাইনে শিশু পর্ন রুখতে বিশেষ ইউনিট গড়ল সিবিআই

শিশু পর্নের (Online Child Porn) দৌরাত্ম্য বন্ধ করতে পদক্ষেপ করল সিবিআই।

নয়াদিল্লি:

ইন্টারনেটে বাড়তে থাকা শিশু পর্নের (Online Child Porn) দৌরাত্ম্য বন্ধ করতে পদক্ষেপ করল সিবিআই (CBI)। অনলাইন শিশু যৌন নিগ্রহ ও শোষণ প্রতিরোধ/ তদন্ত ইউনিট খোলা হল সিবিআইয়ের সদর দফতরে। এই বিশেষ ইউনিট কেবল কারা এই ধরনের উপদানা ইন্টারনেটে ছড়াচ্ছে সেটাই দেখবে তা নয়। এরই পাশাপাশি কারা এই ধরনের পর্নোগ্রাফি ব্রাউজ বা ডাউনলোড করছে, খতিয়ে দেখবে তাও। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, শিশু পর্ন রুখতে এই ধরনের প্ররোচক পদক্ষেপ করা হচ্ছে।

অপরাধীদের ভারতীয় দণ্ডবিধির পকসো আইন, ২০১২ ও তথ্য প্রযুক্তি আইন, ২০০০ অনুযায়ী গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।

.