This Article is From May 06, 2019

CBSE Board 10th Result 2019: প্রকাশিত হল ফলাফল, এসএমএসে কীভাবে জানবেন ফলাফল?

CBSE Class 10 Result-এই বছর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

CBSE Board 10th Result 2019: প্রকাশিত হল ফলাফল, এসএমএসে কীভাবে জানবেন ফলাফল?

CBSE Class 10 Result 2019: প্রকাশিত হল দশম শ্রেণির ফলাফল

নিউ দিল্লি:

সিবিএসই দশম শ্রেণির ফলাফল (CBSE 10th Result 2019) আজ দুপুরেই প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীদের ফলাফল বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট cbseresults.nic.in –এ প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটে গেলেই নিজের ফলাফল (CBSE Board 10th Result 2019) দেখতে পাবেন। এছাড়াও ছাত্রছাত্রীরা গুগল এবং এসএমএস অর্গানাইজারেও নিজেদের ফলাফল দেখতে পাবেন। পাশাপাশি এসএমএস এবং IVR এর সাহায্যেও ফলাফল (CBSE Board 10th Result 2019) জানা যাবে। এই বছর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই বছর পরীক্ষায় বসার জন্য ১৮,২৭,৪৭২ জন ছাত্রছাত্রী আবেদন করেছিলেন। CBSE বোর্ড ২ মে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এইবছর পরীক্ষা শেষ হওয়ার ২৮ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হচ্ছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ডিপিএস গাজিয়াবাদের হংশিকা শুক্লা এবং এসডি পাবলিক স্কুল, মুজফফরনগরের করিশমা আরোরা যুগ্ম শীর্ষ হন। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় তাঁরা ৪৯৯ নম্বর পেয়েছেন।

সিবিএসই দশম শ্রেণির ফলাফল কীভাবে দেখবেন জেনে নিন;

ধাপ 1: ফলাফল দেখার জন্য cbse.nic.in অথবা cbseresults.nic.in ওয়েবসাইটে যান।

ধাপ 2: ওয়েবসাইটে দেওয়া ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।

ধাপ 3: আপনার রোল নম্বর পূরণ করে জমা দিন

ধাপ 4: এবার আপনি ফলাফল দেখতে পাবেন।

ধাপ 5: ভবিষ্যতের জন্য ফলাফলের প্রিন্ট আউটও নিতে পারেন।

সিবিএসই দশম শ্রেণির ফলাফল এসএমএস করে কীভাবে জানবেন?

CBSE এর ছাত্রছাত্রীরা এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখতে পারেন। এর জন্য আলাদা আলাদা নম্বর রয়েছে। এমটিএনএল ব্যবহারকারীদের নিজস্ব রোল নম্বর এবং ক্লাসের বিশদ লিখে 52001 নম্বরে, বিএসএনএল ব্যবহারকারীদের 57766, এয়ারসেল ব্যবহারকারীদের 5800002, আইডিয়া ব্যবহারকারীদের 55456068, এয়ারটেল ব্যবহারকারীদের 54321202 নম্বরে পাঠাতে হবে।

এই নম্বরগুলিতে ফোন করে আইভিআর থেকে আপনার ফলাফল জানতে পারেন।

- দিল্লির লোকাল সাবস্ক্রাইবারদের জন্য - 24300699

- দেশব্যাপী অন্যান্য অংশগুলির সাবস্ক্রাইবারদের জন্য - 011-24300699

- এর পাশাপাশি শিক্ষার্থীরা উমং এবং এসএমএস অর্গানাইজার অ্যাপ্লিকেশনের মাধ্যমেও দশম শ্রেণির ফলাফল জানতে পারবেন।

.