This Article is From Jan 24, 2020

CBSE Board 2020: ভূগোলেতে গোল? চোখ রাখো সেরা হওয়ার সহজ টিপসে

দিন যত এগোচ্ছে সবার একটাই চেষ্টা, স্বপ্ন---কী করে ভালো নম্বর তোলা যাবে?

CBSE Board 2020: ভূগোলেতে গোল? চোখ রাখো সেরা হওয়ার সহজ টিপসে

ভূগোলেতে গোল না পেতে চোখ রাখুন টিপসে

হাইলাইটস

  • ভূগোলে ভালো নম্বর তোলার টিপস
  • ভূগোল সিবিএসই পরীক্ষা ২৩ মার্চ
  • অবজেকটিভ প্রশ্ন থাকবে ১৮ নম্বরের
নয়া দিল্লি:

ভূগোলে ভয় অনেকেরই। CBSE পরীক্ষাও এগিয়ে এসেছে। ২৩ মার্চ Geography পরীক্ষা। পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ ৩০ মার্চ। দিন যত এগোচ্ছে সবার একটাই চেষ্টা, স্বপ্ন---কী করে ভালো নম্বর তোলা যাবে? তারই কিছু সহজ টিপস দিচ্ছেন দিল্লি আর্মি পাবলিক স্কুলের ভূগোল শিক্ষিকা Ms Suja Mathew:

অঙ্কে কাঁচা? ৯ টিপস মানলেই ৯০% মার্কস

পরীক্ষার আগে কী করবে

১. খুঁটিয়ে পড়তে হবে NCERT সমস্ত চ্যাপ্টার। কম করে তিনবার। এই বিভাগে ১৮ নম্বর থাকবে। খুঁটিয়ে পড়ে গেলে ছাক্কা নম্বর।  

২. প্রতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ, জায়গা ভালো করে মনে রাখতে হবে। 

৩. MCQ আর ছোট প্রশ্ন জলবৎ তরলং থাকলে নম্বর আপনা থেকেই উঠে আসবে।  

৪. এই বছর মানচিত্রের তালিকাটি আগের থেকে সহজ করা হয়েছে। তাকে হাতের মুঠোয় আনতে রোজ ১৫ মিনিট সময় দিতে হবে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। 

৫. যত পেপার সলভ করতে পারবে ততই তোমার উপকার।

৬.সহজ বিষয় বা চ্যাপ্টার আগে ধর। তারপর আস্তে আস্তে কঠিন লাগে এমন চ্যাপ্টার পড়। দেখবে সহজে তৈরি হয়ে যাবে।

পরীক্ষায় কী করবে

১. বিভাগ ধরে উত্তর লিখবে। 

২. পয়েন্ট করে উত্তর লিখবে। দরকারে গুরুত্বপূর্ণ অংশের তলায় দাগ দাও বা হাইলাইট করে দাও।  

৩. ম্যাপ চিহ্নিত করবে পরিছন্ন ভাবে।

৪. প্রয়োজনে ম্যাপ টেমপ্লেট ব্যবহার করতে পার। 

৫. তথ্য লিখবে উদাহরণ দিয়ে। এতে তোমার লেখা সমৃদ্ধ হবে। নম্বর বাড়বে। 

সিবিএসই কর্তৃক প্রকাশিত তারিখপত্র অনুসারে, দশম ও দ্বাদশ---দুই শ্রেণির শিক্ষার্থীর প্র্যাকটিক্যাল পরীক্ষা ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এই নিয়ে পরপর দু-বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হয়ে শেষ হচ্ছে মার্চে।

আরও টিপস পেতে ক্লিক করুন এখানে

.