This Article is From Feb 14, 2020

CBSE Board 2020: পরীক্ষার আগে কোন কোন বিষয় অবশ্য মেনে চলা উচিত, জেনে নাও

CBSE Board 2020: পরীক্ষায় ভালো ফল করতে আর মানসিক চাপ কমাতে শেষ মুহূর্তে মেনে চস এই পাঁচটি টিপস---

CBSE Board 2020: পরীক্ষার আগে কোন কোন বিষয় অবশ্য মেনে চলা উচিত, জেনে নাও

CBSE Board Exam: লাস্ট মিনিট সাজেশন

নয়া দিল্লি:

প্রতি বছরের মতো এবারেও সিবিএসই দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষা (CBSE Board 2020) শনিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষাগুলি বৃত্তিমূলক এবং দক্ষতা ভিত্তিক বিষয়গুলির সঙ্গে শুরু হবে। প্রধান পরীক্ষাগুলি শেষ হবে এই মাসের শেষে।

CBSE Board 2020: ভূগোলেতে গোল? চোখ রাখো সেরা হওয়ার সহজ টিপসে

পরীক্ষায় ভালো ফল করতে আর মানসিক চাপ কমাতে শেষ মুহূর্তে মেনে চস এই পাঁচটি টিপস---

১. অ্যাডমিড কার্ডে পরীক্ষা কেন্দ্রের ঠিকানা দেওয়া থাকলেও, আগেই জেনে নাও কোথায় পরীক্ষা কেন্দ্র। পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে। 

২. পরীক্ষার একদিন আগে গুছিয়ে রাখো অ্যাডমিট কার্ড, পেন-পেন্সিলের ব্যাগ, স্কুল আইডি কার্ড ইত্যাদি।

৩. অ্যাডমিট কার্ডে লেখা নিয়মগুলি মনোযোগ সহকারে পড় এবং সেগুলি মনে রেখো।

৪. পরীক্ষার আগে একটি দিন যেকোনও বিষয়ে পরীক্ষা দিয়ে বুঝে নাও কতটা তৈরি। পরীক্ষার আগের দিন নতুন কোনও পড়া তৈরির বদলে পুরনোগুলোই ঝালিয়ে নাও।  

৫.পর্যাপ্ত ঘুম, হালকা খাওয়া অতি জরুরি আগের দিন। যাতে শরীর সুস্থ থাকে। হজমের সমস্যা না হয়। মাথা ঠাণ্ডা থাকে।প্রচুর জলপান করতে হবে। যাতে শরীরে জলের ঘাটতি না দেখা দেয়। 

.