This Article is From Jul 31, 2019

শুনানি চলাকালীন তাঁর এজলাসে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করলেন হাইকোর্টের বিচারপতি

শুনানি চলাকালীন তাঁর এজলাসে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করলেন হাইকোর্টের বিচারপতি

পরবর্তী কোনওরকম নির্দেশ ছাড়া, তাঁর এজলাসে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় (Samapti Chattopadhyay)।

কলকাতা:

বনগাঁসহ বিভিন্ন পুরসভায় অনাস্থা সংক্রান্ত মামলাগুলি শুনছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় (Samapti Chattopadhyay)। পরবর্তী কোনওরকম নির্দেশ ছাড়া, তাঁর এজলাসে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। বনগাঁ পুরসভা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় (Samapti Chattopadhyay) নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী কোনও নির্দেশ ছাড়া, তাঁর এজলাসে শুনানি চলাকালীন সাংবাদিকরা যেন না ঢোকেন।

বনগাঁ পুরসভায় “আস্থা ভোট”-এর সময় তাঁদের ভোট দিতে পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ১১ জন বিজেপি কাউন্সিলর। পাশাপাশি তাঁদের দাবি, এতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের (Samapti Chattopadhyay) আগের দেওয়া আস্থা ভোটের নির্দেশ অমান্য করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি।বিশেষ করে অবৈধভাব জলাধারগুলি বোজানো ও পুরসভাগুলিকে অনাস্থা ভোট নিয়ে রাজ্য সরকারের কড়া সমোলচনা করেন বিচারপতি। রাজ্য সরকার সম্পর্কে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের (Samapti Chattopadhyay) মন্তব্যের প্রতিবাদে ২২ জুলাই তাঁর এজলাস বয়কট করেন সরকারি আইনজীবীরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.