This Article is From Feb 01, 2019

২০১৪-২০১৫ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হচ্ছে

Union Budget 2019 of India: তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বড় ঘোষণার পথে হাঁটেননি। কিন্তু সেই বাজেট পেশের আগেই কৃষকদের ঋণ মকুব করার কথা ঘোষণা করেছিল সরকার

২০১৪-২০১৫ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হচ্ছে

Budget 2019: আজ পেশ হবে অন্তর্বর্তীকালীন বাজেট

আজ বাজেট পেশ করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ হওয়ায় বাজেট পেশ করবেন পীযূষ। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ  বাজেট। বাজেট পেশের সময় অন্ধ্রপ্রদেশের সঙ্গে বঞ্চনা করা হয়েছে  এই  অভিযোগ তুলে  বিক্ষোভ দেখাতে পারে টিডিপি। বাজেট কেমন হওয়া দরকার তা জানতে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে  জড়িত মানুষদের মতামত নিয়েছে কেন্দ্র। এই বাজেট পেশ করে  নির্বাচনের আগে ভোটারদের মন জয় করার সুযোগ থাকবে মোদী সরকারের কাছে। প্রথম থেকেই  সরকারের তরফে বলা হচ্ছে  এটা কৃষি নির্ভর বাজেট হতে চলেছে।

২০১৪-২০১৫ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট

তৎকালীন অর্থমন্ত্রী পি চিদ্মবরম কর ছাড়ের পথে হাঁটেননি। তবে কয়েকটি শুল্কে ছাড় দেন।

২০০৯-২০১ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশের সময়  তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বড় ঘোষণার পথে হাঁটেননি। কিন্তু সেই বাজেট পেশের আগেই কৃষকদের ঋণ মকুব করার কথা ঘোষণা করেছিল সরকার। অনেকে বলেন এই ঘোষণা দ্বিতীয় ইউপিএ সরকার গঠনে সহায়ক ভূমিকা নিয়েছিল। আবার ২০০৪-২০০৫ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট।

তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা। তিনিও কর ছাড়ের পথ ধরেননি। তবে কয়েকটি প্রকল্পে পরিধি আরো বাড়িয়ে দেন তিনি। একই সঙ্গে  মধ্যবিত্তদের জন্য বিমানে যাতায়াতের সময় সঙ্গে থাকা জিনিসপত্রের উপর থেকে করি কমিয়ে  দেন তিনি। এবার মোদী সরকার কী করে তা জানতে চায় আসমুদ্র হিমাচল।

Feb 01, 2019 12:46 (IST)
সাড়ে তিন কোটি মধ্যবিত্তকে 18 হাজার 500 কোটি টাকা কর ছাড়ে  সুবিধা
Feb 01, 2019 12:39 (IST)
বছরে সাড়ে ছয় লক্ষ টাকা পর্যন্ত  রোজগার করেন এমন কোনও  মানুষ বিনিয়োগ করলে তাতে কর লাগবে না
Feb 01, 2019 12:34 (IST)
প্রত্যাশামতোই আয় কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ালো মোদী সরকার। এখন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করে ছাড় মিলবে।
Feb 01, 2019 12:29 (IST)
পীযূষ গোয়েল জানান কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোদি সরকার দায়বদ্ধ।   সেই কারণে  বেনামে  চলা  3 লাখ 38 হাজার কোম্পানি রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে

Feb 01, 2019 12:26 (IST)
গোটা দেশে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ বলে জানালেন পীযূষ গোয়েল
Feb 01, 2019 12:23 (IST)
পীযূষ গোয়েল  জানান   উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য   58 হাজার 166 কোটি  টাকা বরাদ্দ  করেছে সরকার।  এই পরিমাণটা গত বছরের চেয়ে 21 শতাংশ বেশি।
Feb 01, 2019 12:14 (IST)

ELECTION BUDGET 2019:  সিনেমার টিকিটের উপর এখন থেকে ১২ শতাংশ জিএসটি লাগবে।

Feb 01, 2019 12:12 (IST)

ELECTION BUDGET 2019:  আগামী দু'বছরের মধ্যে আয়কর জমা দেওয়ার সমস্ত কাজ অনলাইনে হবে বলে জানালেন মন্ত্রী।  তিনি বলেন, প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ ২০১৩-১৪ সালে ছিল ৬ কোটি ৩৮ লক্ষ, সেটা এখন বেড়ে হয়েছে ১২ কোটিরও বেশি।

Feb 01, 2019 12:04 (IST)
গোটা পৃথিবীর মধ্যে সম্ভবত  ভারতেই  সবচেয়ে কম পয়সায় মোবাইলে  কথা বলা যায় এবং ইন্টারনেট ব্যবহার করা যায় বলে জানালেন মন্ত্রী।
Feb 01, 2019 12:04 (IST)

ELECTION BUDGET 2019:  বাজেট ভাষণে পীযূষ গোয়েল বলেন, "গোটা পৃথিবীর মধ্যে ভারতেই এখন সবচেয়ে বেশি করে হাইওয়ে তৈরি হয়।  প্রতিদিন ২৭ কিলোমিটার করে রাস্তা তৈরি হয় এদেশে।  আটকে থাকা প্রকল্পগুলি চালু করা গিয়েছে"। পাশাপাশি তাঁর দাবি, এখন ভারতে 100 টি এয়ারপোর্ট সচল আছে।এ থেকেই বোঝা যায় উন্নয়ন কোন জায়গায় উঠেছে।

Feb 01, 2019 12:00 (IST)

ELECTION BUDGET 2019: গত পাঁচ বছরে ৩৪ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে বাজেট ভাষণে জানালেন পিযুষ গোয়েল।

Feb 01, 2019 11:57 (IST)

ELECTION BUDGET 2019: পীযূষ গোয়েল জানালেন, এই প্রথম প্রতিরক্ষা বাজেট ৩ লাখ টাকার ওপরে গিয়েছে।  তিনি বলেন,"আমাদের সেনা জওয়ানরা দেশের গর্ব। তাঁরা দেশের সম্মান রক্ষা করেন।  নির্বাচনী ইস্তেহারে আমরা বলেছিলাম ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন চালু হবে। আমরা সেটা করেছি। গত কয়েক বছরে এই ব্যাপারে ৩৫ হাজার কোটি টাকা খরচ করেছে আমাদের সরকার"

Feb 01, 2019 11:53 (IST)

ELECTION BUDGET 2019:"অসংগঠিত ক্ষেত্রের ১0 কোটি শ্রমিককে সাহায্য করবে পেনশন স্কিম"

Feb 01, 2019 11:52 (IST)

ELECTION BUDGET 2019:  ৫৯ মিনিটের মধ্যে এক কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারেঃ গোয়েল

Feb 01, 2019 11:49 (IST)

ELECTION BUDGET 2019:  "ইপিএফও তথ্য বলছে, দু বছরে নতুন দু কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।এটা থেকে অর্থনীতির চিত্রটা বোঝা যায়"।

Feb 01, 2019 11:48 (IST)

ELECTION BUDGET 2019:  হরিয়ানায় ২২ তম এইএমস তৈরির ঘোষণা পীযুষ গোয়েলের।

Feb 01, 2019 11:43 (IST)

ELECTION BUDGET 2019: "গো মাতাকে সব সময় রক্ষা করবে কেন্দ্র"

Feb 01, 2019 11:37 (IST)

ELECTION BUDGET 2019: "তিন ভাগে এই টাকা পৌছে দেওয়া হবে"

Feb 01, 2019 11:36 (IST)

ELECTION BUDGET 2019: "প্রধানমন্ত্রী কিষাণ প্রোগ্রাম নামে এক ঐতিহাসিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পে দুই হেক্টরের কম জমি আছে এমন কৃষকদের ৬000 টাকা করে সাহায্য করা হচ্ছে"

Feb 01, 2019 11:34 (IST)
Budget 2019 Live Updates: Rs 6,000 Will Be Sent Directly To Every Small Farmer, Says Piyush Goyal

ELECTION BUDGET 2019: "কৃষক পরিবারের ১২ কোটি মানুষের জন্য প্রকল্প হাতে  নিয়েছে  কেন্দ্রীয় সরকার"

Feb 01, 2019 11:31 (IST)

ELECTION BUDGET 2019: "আঠারো শতাব্দীর মত ২০১৪ সালেও দেশের আড়াই কোটি মানুষ অন্ধকারে দিন কাটাতেন। আমরা সমস্ত গ্রামে  বিদ্যুৎ পৌঁছে দিয়েছি"

Feb 01, 2019 11:29 (IST)

ELECTION BUDGET 2019: দেশের প্রাকৃতিক সম্পদের উপর গরিবদের অধিকার সবার আগে: পীযুষ গোয়েল

Feb 01, 2019 11:27 (IST)

 ELECTION BUDGET 2019: ২০১৯, মার্চ পর্যন্ত ইচ্ছুক সমস্ত ব্যক্তিকে বিদ্যুৎ সংযোগ: পীযুষ গোয়েল


Feb 01, 2019 11:25 (IST)

ELECTION BUDGET 2019: বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যপ্রকল্প আয়ুষ্মান ভারত: পীযুষ গোয়েল

Feb 01, 2019 11:23 (IST)

আয়ুষ্মমান ভারত প্রকল্পে এখনও পর্যন্ত উপকৃতের সংখ্যা ১০ লক্ষ : পীযুষ গোয়েল

Feb 01, 2019 11:19 (IST)

আমরা আরবিআই কে বলেছি প্রতিটি ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি তুলে ধরতে, আমরা সততার সঙ্গে    সরকার চালাই: অর্থমন্ত্রী

Feb 01, 2019 11:19 (IST)

নারেগা প্রকল্পে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

Feb 01, 2019 11:17 (IST)

আর্থিক দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ: অর্থমন্ত্রী

Feb 01, 2019 11:15 (IST)

আত্মবিশ্বাসের সঙ্গে বৃদ্ধির পথে ফিরে এসেছে ভারত: অর্থমন্ত্রী

Feb 01, 2019 11:14 (IST)

ডিসেম্বরে মুদ্রাস্ফীতি কমেছে ২.১৯%

Feb 01, 2019 11:10 (IST)

২০২২ এর মধ্যে নতুন ভারতের প্রকাশ: অর্থমন্ত্রী

Feb 01, 2019 11:05 (IST)
কেন্দ্রীয়  অর্থমন্ত্রী অরুণ জেটলি জেটলির  দীর্ঘায়ু  কামনা করে বাজেট বক্তৃতা শুরু করলেন পীযূষ গোয়েল।
Feb 01, 2019 10:44 (IST)
বাজেটকে কীভাবে  দেখছে   বিরোধীরা?
কংগ্রেস থেকে শুরু করে অন্য বিরোধী দলগুলি মনে করছে ভোটের আগে রাজনৈতিকভাবে বাজেটকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র।  লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন বিজেপি শুধুই প্রতিশ্রুতি দিয়েছে,  পালন করতে পারেনি।  এবারও তারা সে পথেই হাঁটবে।
Feb 01, 2019 10:41 (IST)
বাজেট থেকে কী চাইতে পারেন কৃষকরা?
 গত পাঁচটি বাজেটে কৃষকদের দাবি দাওয়ার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।  এবারও  তার অন্যথা হবে না  বলেই মনে  করা  হচ্ছে ।
Feb 01, 2019 10:41 (IST)
দেখা মিললো সেই লাল ব্রিফকেসটার। তবে এর আগে কালো বা অন্য কোন রঙের ব্রিফকেস নিয়েও  সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রীরা।
Feb 01, 2019 10:40 (IST)
বাজেট পেশ করার উদ্যেশ্যে পীযূষ গোয়েল পার্লামেন্টে উপস্থিত হয়েছেন।  
Feb 01, 2019 10:26 (IST)
বাজেট পেশ হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Feb 01, 2019 10:26 (IST)
রেল বাজেট থেকে কী প্রত্যাশা  করা যেতে পারে? 
রেল প্রতিমন্ত্রী মনোজ  সিনহা  জানান মোদী সরকার  রেলের উন্নয়নের জন্য  একাধিক প্রকল্প নিয়েছে।  স্টেশনে ওয়াইফাই থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে।  তাই বাজেট থেকে  অনেক কিছু আশা করা যেতে পারে।
Feb 01, 2019 10:21 (IST)
বাজেট পেশের আগে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের  কর্তাদের সঙ্গে কথা  বললেন  পীযূষ গোয়েল। কর বিভাগের তরফ সেই  ছবিটি টুইটারে পোস্ট করা হয়।

Feb 01, 2019 10:14 (IST)
 প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম অবশ্য অন্তর্বর্তীকালীন বাজেটে করের হারে পরিবর্তন করেছিলেন।
Feb 01, 2019 10:14 (IST)
 সকালের দিকে সেনসেক্স  131 পয়েন্ট বেড়ে হয় 36 হাজার 387।  ইয়েস ব্যাঙ্ক,  পাওয়ার গ্রিড থেকে  শুরু করে  কয়েকটি সংস্থার ফল ভাল হয়েছে ।
Feb 01, 2019 10:14 (IST)
বাজেটের দিন  বাজার খুলতেই হিরো মোট কর্প  ভারতী ইনফ্রাটেল, পাওয়ার গ্রিড ভাল করল।  খারাপ ফল করল  আইসিআইসিআই ব্যাঙ্ক,  জে এস ডাব্লু স্টিল এবং   সান ফার্মা ।  নিজেদের ব্যবসা সম্পর্কে বিকেলে হিসেব দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Feb 01, 2019 10:13 (IST)
গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য মোদী  সরকার 16 শতাংশ পর্যন্ত খরচ বাড়াতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।  দেশের 1.3 বিলিয়ন  মানুষ বাস করেন গ্রামে।

Feb 01, 2019 10:11 (IST)
লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট।  অসুস্থ হওয়ার কারণে এখন বিদেশে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।  তাঁর জায়গায়  বাজেট পেশ করবেন পীযূষ গোয়েল।   বাজেট পেশ করার আগে  অর্থ মন্ত্রকে  যান মন্ত্রী। এখান থেকেই সংসদে পৌঁছবেন।

.