This Article is From Jan 04, 2019

"কংগ্রেসকে ডুবিয়েছে বোফর্স কেলেঙ্কারি, রাফাল ক্ষমতায় ফেরাবে প্রধানমন্ত্রী মোদীকে": প্রতিরক্ষামন্ত্রী

রাফাল বিতর্ক : লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, তৈরি অবস্থায় রাফাল মেলার ধারণা ভুল ছিল

রাফাল বিতর্ক: দাসো রাফাল একটি উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান, যা কোনও আবহাওয়ায় কাজ করতে পারে

হাইলাইটস

  • "Bofors was scam, Rafale decision in national interest": Defence Minister
  • "We don't do defence dealings. We deal in defence": Nirmala Sitharaman
  • Rahul Gandhi said PM "running away" from questions posed to him
নিউ দিল্লি:

শুক্রবার লোকসভায় রাফাল নিয়ে আক্রমণের জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। কংগ্রেসের বিরুদ্ধে আগের একটি চুক্তি বাতিলের অভিযোগ তুললেন তিনি। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন, "টাকা না পাওয়ায়" দলের "আর্থিক সুরক্ষা"র কথা ভেবে সামাজিক সুরক্ষাকে অবহেলা করেছে তারা।

 

দিল্লি কংগ্রসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন


1980 সালের বোফর্স কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "বোফর্স একটি কেলেঙ্কারি, কিন্তু রাফাল তা নয়। জাতীয় স্বার্থে এটা একটা সিদ্ধান্ত। বোফর্সের জন্যই নির্বাচনে পরাজিত হয়েছিল তারা। রাফাল ক্ষমতায় ফিরিয়ে আনবে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীকে"।
তাঁর অভিযোগ, রাফাল তৈরি নিয়ে  দাসোর অফ সেট সংস্থা হিসাবে হ্যাল সুযোগ পাওয়ায় কুম্ভীরাশ্রু ফেলছে, কিন্তু হ্যালের উন্নতির জন্য কিছুই করে নি তারা।

 

 

1a7l3mso

 

লোকসভায় রাফাল বিতর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আপনারা এই চুক্তি থামিয়েছেন, ভুলে গিয়েছিলেন, সমস্য়া হচ্ছে বায়ুসেনার। চুক্তিটি আপনাদের অর্থ দেয় নি। প্রতিরক্ষা চুক্তি এবং প্রতিরক্ষায় চুক্তির মধ্যে প্রার্থক্য রয়েছে"।

তিনি বলেন, "আমরা প্রতিরক্ষা চুক্তি করি না, জাতীয় নিরাপত্তারস্বার্থে প্রতিরক্ষায়  আমরা চুক্তি করি"। 

কংগ্রেসের অভিযোগ, অনিল আম্বানির অনভিজ্ঞসংস্থাকে দাসোর অফসেট সংস্থা হিসাবে সুযোোগ দিতে ইউপিএ সরকারের আমলের 136 টি যুদ্ধবিমানের চুক্তি বাতিল করে বেশী দামে 36 টি যুদ্ধবিমানের চুক্তি করেছে বিজেপি নেতৃত্বাধীন ইউপিএ সরকার।

 

 

 

 

rk2o5ik8

 

 

 

শুক্রবার নির্মলা সীতারামণ বলেন, বেসিক রাফাল যুদ্ধবিমানের দাম 670 কোটি টাকা, যা ইউপিএ সরকারের 737 কোটি টাকার চেয়ে সস্তা। 

126 টি রাফাল যুদ্ধবিমানের প্রসঙ্গ টেনেে তিনি বলেন, তৈরি অবস্থায় রাফাল যুদ্ধবিমান পাওয়ার ধারণা ভুল ছিল।
প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, 126 এর বদলে কেন্দ্রীয় সরকার 36 টি রাফায়েল কিনছে, এই কথা বলে দেশকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস।

 

কংগ্রেস ক্ষমতায় এলে রাফাল নিয়ে ফৌজদারি তদন্ত হবেঃ রাহুল

 

আগের চুক্তি বাতিলের প্রসঙ্গ টেনেে রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী যখন এই বাইপাস সার্জারিটি করেছিলেন, তখন সেটি কি প্রতিরক্ষামন্ত্রক লক্ষ্য  করেছিল, আপনি কি হ্যাঁ অথবা না তে এর উত্তর দিতে পারবেন"। কংগ্রেস সভাপতি আরও বলেন, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন, অফসেট পার্টনার হিসাবে তাঁর কাছে অনিল আম্বানির নামটির প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Disclaimer: রাফাল নিয়ে খবর করায়  এনডিটিভির বিরুদ্ধে 10 হাজার কোটি টাকার মামলা করেছেন অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ

 

.