This Article is From Jun 21, 2019

ভাটপাড়ার ঘটনায় গ্রেফতার ১৬,এলাকায় এখনও উত্তেজনা; মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

উত্তেজনা রয়েছে এলাকায়, প্রশাসনের নির্দেশে শুক্রবারও এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ভাটপাড়ার ঘটনায় গ্রেফতার ১৬,এলাকায় এখনও উত্তেজনা; মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
কলকাতা:

পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় বৃহস্পতিবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে গোটা এলাকা। উত্তেজনা রয়েছে এলাকায়, প্রশাসনের নির্দেশে শুক্রবারও এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, গতকালের ঐ সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয় ২ জনের, আহত আরও ১১ জন। ওই সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন খোদ রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী (Governor K N Tripathi)। “শুধু ভাটপাড়াই নয়, গোটা রাজ্যেই লাগাতার অশান্তির ঘটনা ঘটে চলেছে, পরিস্থিতিকে শান্ত করা প্রয়োজন”, বলেছেন রাজ্যপাল।বৃহস্পতিবারের অশান্তির পর এলাকায় ১৪৪ ধারা  জারি করে প্রশাসন, ভাটপাড়া এবং জগদ্দল সহ গোটা এলাকায় বন্ধ রয়েছে দোকান-বাজার ও ব্যবসায়িক লেনদেন।

 ঊষসীর পরে আবারও রাতের কলকাতায় বিপন্ন তেইশের তরুণী, আটক অভিযুক্ত

যদিও বৃহস্পতিবার ভাটপাড়ার (Bhatpara) ঘটনায় নতুন করে সেভাবে উত্তেজনা না ছড়ালেও এলাকাবাসীদের দাবি,কাঁকিনাড়া বাজারের কাছে গতকাল রাতে বোমাবাজির শব্দ শোনা গেছে। যদিও পুলিশ এ ব্যাপারে এখনও কিছু জানায়নি বলেই খবর।

রাজ্য প্রশাসন “তৃণমূলের ক্যাডার” (TMC cadres)হয়ে কাজ করছে, এমন অভিযোগ করেছে বিরোধী দল বিজেপি। বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা ভাটপাড়ার গুলি চালনার ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

প্রশাসন সূত্রে খবর, ভাটপাড়ার(Bhatpara) ঘটনায় কোনো রং না দেখে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য পুলিস আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ব্যারাকপুরের পুলিস কমিশনার (Barrackpore Police Commissioner) তন্ময় রায় চৌধুরীকে অপসারণ করা হয়েছে এবং তাঁর জায়গায় দার্জিলিংয়ের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ  মনোজ কুমার বর্মাকে। 

বিপর্যস্ত সিকিম! নামানো হচ্ছে চার দিন ‌ধরে আটকে থাকা চারশোরও বেশি পর্যটককে

মনে করা হচ্ছে ভাটপাড়ার (Bhatpara) এলাকা দখলের লড়াইয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস (Tmc)ও বিরোধী দল বিজেপি (Bjp) কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ, বৃহস্পতিবারের ঘটনার পর দুই দলই একে অপরকে দোষারোপ করেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনেই ভাটপাড়া।

ভাটাপাড়ায় (Bhatpara) সংঘর্ষের এলাকা পরিদর্শন করে ডিজিপ বীরেন্দ্র জানিয়েছেন, আহত ১১ জনের মধ্যে ৬ জন পুলিশকর্মীও রয়েছেন, যাঁরা গতকাল সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন । ভাটপাড়ায় বৃহস্পতিবার পুলিশের গুলিতেই মৃত্যু হয় ২জনের স্থানীয়রা এমন অভিযোগ করলেও ডিজি সাফ জানান, “পুলিশ শূন্যে গুলি চালিয়েছিল, গোটা ঘটনার তদন্ত চলছে”।

“ভাটপাড়ায় কিছু সমাজবিরোধী ও দুষ্কৃতী দাপিয়ে বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই, বাইরে থেকেও কিছু লোক এসে তাদের সঙ্গে যোগ দিয়েছে।ফলে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে, এলাকায় রাফ মোতায়েন করা হয়েছে”, জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

লোকসভা নির্বাচনের সময় থেকেই ভাটপাড়া বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষের কারণে খবরের শিরোনামে উঠে এসেছে।দীর্ঘদিন ধরে ভাটপাড়া তৃণমূলের দূর্গ বলেই পরিচিত ছিল।এবারে তা তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দখলে যায়।নির্বাচনের আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জয়ী সাংসদ অর্জুন সিং।

ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে হারিয়ে জয়ী হন অর্জুন পুত্র পবন সিং।

.