This Article is From Aug 14, 2020

মৃত করোনা যোদ্ধার পরিবারকে চাকরি দিতে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

জানা গিয়েছে, রাজ্য সরকারের গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে ১৮ বছরের ওপরের প্রার্থীর বয়স হলেই মিলবে এই চাকরি

মৃত করোনা যোদ্ধার পরিবারকে চাকরি দিতে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

ফাইল ছবি।

কলকাতা:

সঙ্কট আবহে সামনে থেকে লড়াই করে মৃত করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার।  সহমর্মিতার প্রেক্ষিতে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই সিদ্ধান্ত অন্য করোনা যোদ্ধাদের মানসিক শক্তি বাড়বে, শুক্রবার নবান্নে এই কথা বলেছেন রাজ্যের এক আধিকারিক। গত ৫ মাসে একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ এই সংক্রমণে মারা গিয়েছেন। এযাবৎকাল সরকারি তরফে তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছিল। এই মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করে নবান্ন বলেছে, "এতদিন করোনা যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারি তরফে বহন করা হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।"

জানা গিয়েছে, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুর প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের পরিবার এই চাকরির সুযোগ পাবেন। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন আশাকর্মীরাও এই চাকরি পাবেন। এমনটাই ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ।

জানা গিয়েছে, রাজ্য সরকারের গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে ১৮ বছরের ওপরের প্রার্থীর বয়স হলেই মিলবে এই চাকরি।

.