This Article is From Nov 11, 2018

নোট বাতিলের দ্বিতীয় বর্ষ পূর্তি, বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

৮ নভেম্বর, ২০১৬'তে নোট বাতিলের কথা ঘোষণা করার পর গোটা দেশ এক লহমায় ভয়াবহ অন্ধকারের সম্মুখীন হয়েছিল বলে দাবি কংগ্রেসের।

নোট বাতিলের দ্বিতীয় বর্ষ পূর্তি, বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন ওই প্রতিবাদসভার মঞ্চ থেকে

কলকাতা:

নোট বাতিল নিয়ে শনিবার একটি প্রতিবাদসভা মঞ্চস্থ করল কংগ্রেস। ওই ঘটনাটিকে দেশের 'বৃহত্তম দুর্নীতি' বলেও অভিহিত করল তারা। ৮ নভেম্বর, ২০১৬'তে নোট বাতিলের কথা ঘোষণা করার পর গোটা দেশ এক লহমায় ভয়াবহ অন্ধকারের সম্মুখীন হয়েছিল বলে দাবি কংগ্রেসের।

আজ তারা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সামনে তুমুল বিক্ষোভ দেখায়। "এই বছর আমরা নোট বাতিলের দ্বিতীয় বর্ষ পালন করছি। এটা এমন এক সিদ্ধান্ত, যা দেশকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছিল। ভারতের ইতিহাসে অন্যতম বড় দুর্নীতি এই নোট বাতিল কাণ্ড। বিজেপি সরকার সরকারিভাবে অর্থ জালিয়াতির খেলাকে শীলমোহর দিয়েছিল এই ঘটনার মাধ্যমে", প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন ওই প্রতিবাদসভার মঞ্চ থেকে। 

 

কংগ্রেস কর্মীরা একটি মোমবাতি মিছিল বের করেন৷ ওই মিছিলে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে হাজির ছিলেন বহু কংগ্রেস নেতা ও সমর্থকরা।

.