This Article is From Jul 23, 2020

জ্বালানির মূল্যবৃদ্ধি! প্রতিবাদে প্রতি সোমবার ডিজেল কিনবে না বাস সংগঠন

আগামি সোমবার ২৭ জুলাই থেকে প্রতি সোমবার তারা ডিজেল কিনবেন না

জ্বালানির মূল্যবৃদ্ধি! প্রতিবাদে প্রতি সোমবার ডিজেল কিনবে না বাস সংগঠন

আগামি সোমবার ২৭ জুলাই থেকে প্রতি সোমবার তারা (Private Bus Syndicate) ডিজেল কিনবেন না।

কলকাতা:

জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Diesel Price Hike in Bengal) প্রতিবাদ করে প্রতীকী আন্দোলনে নামছে বেসরকারি বাস সংগঠন। জানা গিয়েছে, আগামি সোমবার ২৭ জুলাই থেকে প্রতি সোমবার তারা (Private Bus Syndicate) ডিজেল কিনবেন না। বৃহস্পতিবার একথা জানালেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সচিব তপন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, "অবিলম্বে বাসভাড়া বাড়ানো হোক। নয়তো যাত্রী বহনের নিষেধাজ্ঞা তোলা হোক। এই পরিস্থিতি জারি থাকলে আমাদের এই আন্দোলনে (No refuelling) চলবে।"

তিনি বলেছেন, "সবক'টি সংগঠন মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা প্রতি সোমবার ডিজেল কিনবো না। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। কিন্তু বাসভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এভাবে চললে আভরা দেউলিয়া হয়ে যাবো।"
তপন বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, "এখন ব্যয়ের চেয়ে আয় কম। টিকিট ভাড়া দিয়ে বাস চলছে না। আমাদের এই ভাড়াতেই জ্বালানি, শ্রমিকদের বেতন, ব্যাঙ্কের ইএমআই,  রক্ষণাবেক্ষণ, বিমা সব মেটাতে হয়।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.