This Article is From Jul 19, 2019

''ভারত বিশ্বের শরণার্থীদের রাজধানী হতে পারে না'', সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র

Assam citizens list: নাগরিকপঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টে জবাব দিল কেন্দ্রীয় সরকার।  ভারত বিশ্বের শরণার্থীদের রাজধানী হতে পারে না, শীর্ষ আদালতকে বলল কেন্দ্র।

''ভারত বিশ্বের শরণার্থীদের রাজধানী হতে পারে না'', সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র

অসমের নাগরিক তালিকায় লক্ষ লক্ষ নাম ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান কেন্দ্র

নাগরিকপঞ্জি (Assam citizens list) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) জবাব দিল কেন্দ্রীয় সরকার।  ভারত বিশ্বের শরণার্থীদের রাজধানী হতে পারে না, শীর্ষ আদালতকে বলল কেন্দ্র (Central Govt)। তাঁরা আরও জানায় যে, চূড়ান্ত খসড়ায় (NRC) লক্ষ লক্ষ মানুষের নাম ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে। অসমে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য নাগরিকদের জাতীয় নিবন্ধনের খসড়াটিতে লক্ষ লক্ষ লোকের নাম ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টকে একথা জানায় কেন্দ্র।এই কারণেই এই  তালিকাটি চূড়ান্ত করার জন্য আরো বেশি সময়ের প্রয়োজন বলেও শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় তাঁরা। সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, "ভারত বিশ্বের শরণার্থীদের রাজধানী হতে পারে না।"

অসমকে কাশ্মীর হওয়া থেকে আটকাতেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে, দাবি অসম বিজেপির

শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার ও অসম সরকার উভয়ের তরফ থেকেই নাগরিকের জাতীয় নিবন্ধন বা এনআরসি চূড়ান্ত করার জন্য আগের দেওয়া ৩১ জুলাইয়ের মেয়াদ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

এনআরসিতে অন্তর্ভুক্ত জনগণের নমুনা যাচাইয়ের দাবিতে কেন্দ্রীয় সরকার বলেছে, স্থানীয় কর্মকর্তাদের জড়িত থাকার কারণে বাংলাদেশ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মানুষের নাম ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অসম ইস্যুতে আরও চাপে বিজেপি, খসড়া বাঙালি বিরোধী বলল নাগরিক মঞ্চ

অসমের এনআরসির প্রথম খসড়াটি ২০১৮ সালের ১ জানুয়ারি শীর্ষ আদালতের নির্দেশ অনুসারেই প্রকাশিত হয়। সেই সময় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১.৯ কোটি মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল।

.