This Article is From Feb 24, 2020

ভারতে মার্কিন প্রেসিডেন্ট, প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ বামেদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদ করে কলকাতায় জোড়া বিক্ষোভ বামপন্থী সংগঠনগুলোর ।

ভারতে মার্কিন প্রেসিডেন্ট, প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ বামেদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদ করে কলকাতায় জোড়া বিক্ষোভ বামপন্থী সংগঠনগুলোর। (ছবি প্রতীকী)

কলকাতা:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদ (Anti-Trump Protest) করে কলকাতায় জোড়া বিক্ষোভ বামপন্থী সংগঠনগুলোর (Left parties) । ইউএস প্রেসিডেন্টের (US President) কুশপুতুল পোড়ানোর পাশাপাশি বিক্ষোভ মিছিল করতেও দেখা গিয়েছে। যদিও দক্ষিণ কলকাতার মার্কিন দূতাবাসের (US Embassy) অনেক আগে, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। বামপন্থী শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনগুলোর ডাকে ধর্মতলা থেকে এই জোড়া প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল। এই মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিমকে (Md Salim)। এই মিছিল থেকে ট্রাম্প সরকারের গৃহীত নীতির-বিরুদ্ধে স্লোগান তোলা হয়েছে। ট্রাম্পকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়েও মিছিল থেকে স্লোগান উঠেছে। 

Weather Update : রাজ্যে কখন থেকে শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, জেনে নিন

এদিকে পৃথক একটা প্রতিবাদ মিছিল বের করেছিল বাম ছাত্র সংগঠনগুলো। ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে এই মিছিলের গন্তব্য ছিল মার্কিন দূতাবাস। কিন্তু আর্ট কলেজের সামনে সেই মিছিল আটকে দেয় পুলিশ। যদিও এই জোড়া প্রতিবাদ মিছিল থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার জানিয়েছে লাল বাজার। অপরদিকে ধর্মতলা চত্বরে ট্রাম্পের কাটআউটে অগ্নি-সংযোগ করে প্রতিবাদ দেখায় অপর একটি বামপন্থী সংগঠন এসইউসিআই। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.