This Article is From Jun 24, 2020

বর্ষণমুখর দিনে প্রেমে মাতোয়ারা মিলিন্দ সোমান ও অঙ্কিতা! দেখুন ভিডিও

ভিডিওটি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, “বৃষ্টির ফোঁটা, সঙ্গীত এবং তুমি। এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে?”

বর্ষণমুখর দিনে প্রেমে মাতোয়ারা মিলিন্দ সোমান ও অঙ্কিতা! দেখুন ভিডিও

দু'জনকেই বৃষ্টিমুখর দিনে রোম্যান্টিক নাচ করতে দেখা গিয়েছে।

নয়াদিল্লি:

মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় যুগল এবং দু'জনেই ফিটনেস জগতেরও পরিচিত তারকা মুখ। মিলিন্দ এবং অঙ্কিতা দু'জনেই সোশ্যাল মিডিয়াতেও ভীষণই সক্রিয় এবং হামেশাই অনুপ্রেরণামূলক পোস্টও শেয়ার করেন। সম্প্রতি ফের নতুন একটি ভিডিও শেয়ার করেছেন এই যুগল।

এই ভিডিওতে অঙ্কিতা এবং মিলিন্দকে একসঙ্গেই দেখা গিয়েছে। দু'জনকেই বৃষ্টিমুখর দিনে রোম্যান্টিক নাচ করতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, “বৃষ্টির ফোঁটা, সঙ্গীত এবং তুমি। এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে?”

মিলিন্দ আবার স্ত্রী অঙ্কিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, “তুমিও কি সেটাই দেখছো যা আমি দেখছি?”

Do you see what I see ?

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

আনলকডাউন ১ ঘোষিত হওয়ার পরেই মিলিন্দ এবং অঙ্কিতা বাড়ির বাইরে বেরিয়ে দৌড়তে যান। মিলিন্দ নিজের ইনস্টাগ্রামে সেই পোস্ট শেয়ারও করেছিলেন। তিনি লিখেছিলেন, লকডাউনের পরে আমাদের প্রথম দৌড়। আমরা ৭৫ দিন পরে বাড়ির বাইরে বেরোলাম দৌড়নোর জন্য। আপনাকে ধীরে ধীরে করতে হবে কারণ আমপার শরীরের জন্যও এই বিষয়টা নতুন।

লকডাউনের মধ্যেও এই ফিটনেস ফ্রিক যুগল নিজেদের রোজকার ওয়ার্কআউট রুটিন কিন্তু নিয়মিত পালন করেছেন।

.