This Article is From Sep 13, 2018

জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে তহবিল করা উচিত ছিল কেন্দ্রের, দাবি অমিতের

জ্বালানির দাম  নিয়ন্ত্রণে রাখতে তহবিল করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। এমনটাই মনে করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে তহবিল করা উচিত ছিল কেন্দ্রের, দাবি অমিতের

Amit mitra on fuel price : পেট্রল এবং ডিজেলের দামে এক টাকা ছাড় দেয় রাজ্য।

কলকাতা:

জ্বালানির দাম  নিয়ন্ত্রণে রাখতে তহবিল করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। এমনটাই মনে করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একটি  বণিক সভার অনুষ্ঠানে অংশ নিয়ে বুধবার তিনি বলেন, জ্বালানির দাম প্রতিদিন বাড়ছে। আর টাকার দাম কমছে। বিষয়টি ক্রমেই আশঙ্কার কারণ হয়ে উঠছে। কিন্তু আগে জ্বালানির দাম কম ছিল, তখনই তহবিল তৈরি করতে হত। তাছাড়া বিশ্ববাজারে দাম কম থাকার সময় তেলের জোগান বাড়িয়ে রাখা যেত বলে তিনি মনে করেন। তাঁর কথায় কেন্দ্রীয় সরকারের কাছে সুযোগ ছিল তবু তারা করেনি। পাশাপাশি তিনি জানান পরিস্থিতি এরকম হওয়ায় রেপো রেট বাড়াতে বাধ্য হচ্ছে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার ফলে ইএমআইয়ের খরচ বাড়ছে বলে মনে করেন রাজ্যের অর্থমন্ত্রী।

এর একদিন আগে পেট্রল এবং ডিজেলের দামে এক টাকা ছাড় দেয় রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে এই  ঘোষণা করেন।   দাম কমিয়ে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারকেও জ্বালানির উপর থাকা সেস কমিয়ে দেওয়া উচিত।  পেট্রল এবং ডিজেলের দাম বাড়তে থাকায় আপাতত আমরা এক টাকা করে  কমানোর সিদ্ধান্ত নিয়েছি।’  তাঁর  অভিযোগ মোদী সরকার এ পর্যন্ত ন’বার  এক্সাইজ ডিউটি বাড়িয়েছ।  কিন্তু তাঁর সরকার কখনই কর বাড়িয়ে মানুষের উপর বোঝা  চাপায়নি।

 

.