শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতায় রামসদয় কলেজের(Ramsaday College) তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সঙ্গে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির (ABVP) মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।পুলিশ জানিয়েছে ওই দুই রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। বন্ধ করে দিতে হয় কলেজের কার্যালয়। হাওড়ার আমতার ওই কলেজের মধ্যের ইউনিয়ন রুমেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। টিএমসিপি ও এবিভিপির মধ্যে ওই সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। পরে পুলিশ দিয়ে যুযুধান তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতাদের সংঘর্ষ থেকে বিরত করে। তবে ওই সংঘর্ষ ঘিরে এতটাই উত্তেজনা ছড়ায় যে পরিস্থিতি সামাল দিতে কলেজের সামনে পুলিশ বাহিনী ও রাফ(RAF) মোতায়েন করতে হয়।
বিজেপিকে রুখতে একসঙ্গে লড়তে হবে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএমকে: মমতা বন্দ্যোপাধ্যায়
হাওড়ার আমতার রামসদয় কলেজে গ্রীষ্মকালীন ছুটির চলাকালীন ওই সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র সংগঠন এবিভিপি(ABVP) ও টিএমসিপির(TMCP) সদস্যরা একে অপরকে দোষারোপ করে। তবে জানা গেছে, কলেজে ছুটি চললেও কলেজের(Ramsaday College) কার্যালয় খোলা ছিল। দুই ছাত্র সংগঠনের ওই সংঘর্ষের ফলে সেই কার্যালয়ও দুপুর দুটোর পরে বন্ধ করে দেওয়া হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(ABVP) ছাত্রনেতারা অভিযোগ করেন যে একটি বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে তাঁরা স্মারকলিপি জমা দিতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) সদস্যরা তাঁদের উপর হামলা চালায়।
"দলের কর্মীদের নিয়মানুবর্তীতা শেখাতে চেয়েছি" কাট মানি বিতর্কে বললেন মমতা
পালটা অভিযোগ করে তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) সদস্যরাও। তাঁরা বলেন এবিভিপির সমর্থকরা বহিরাগতদের কলেজে নিয়ে এসে ইউনিয়ন রুমে প্রবেশ করে ও সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, কলেজের (Ramsaday College) কয়েকজন আধিকারিককেও তাঁরা হেনস্থা করেছে বলে এবিভিপির বিরুদ্ধে অভিযোগ তোলে টিএমসিপি।
তবে দুই ছাত্র সংগঠনের এই সংঘর্ষ চলাকালীন কলেজে(Ramsaday College )উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডঃ দেবশঙ্কর মুখোপাধ্যায়।তিনি জানিয়েছেন এই ঘটনার তদন্তে পুলিশ সবরকমভাবে সাহায্য করবে কলেজ কর্তৃপক্ষ।