This Article is From Sep 25, 2018

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল এবিভিপি’র পুড়ল মমতার কুশপুতুল

ইসলামপুরের ঘটনায় পথে নামল অখিল ভারতীয় ছাত্র পরিষদ (এবিভিপি)।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল এবিভিপি’র পুড়ল মমতার কুশপুতুল

শাসক দলের তোষণের রাজনীতির জন্য দুই ছাত্রের প্রাণ গেল, অভিযোগ এবিভিপির

হাইলাইটস

  • ইসলামপুরের ঘটনায় পথে নামল (এবিভিপি)
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়্যের কুশপুতুল দাহ হল
  • ঘটনায় সিবিআই তদন্তের দাবি সঙ্ঘ পরিবারের এই ছাত্র সংগঠন
কলকাতা:

ইসলামপুরের ঘটনায় পথে নামল অখিল ভারতীয় ছাত্র পরিষদ (এবিভিপি)। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধায়্যের কুশপুতুল দাহ করার পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগও দাবি করল তারা। মিছিল ধর্মতলায় পৌছতেই পরিস্থিতি উতপ্ত হতে শুরু করে। কুশপুতুল দাহ করার পাশাপাশি তারা স্লোগানও দিতে থাকেন সংগঠনের সদস্যরা । ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি সুবীর হালদার জানিয়েছেন শাসক দলের তোষণের রাজনীতির জন্য দুই ছাত্রের প্রাণ গেল।

এমন ঘটনা কেন ঘটল সে প্রশ্নের জবাব রাজ্য সরকারকে দিতে হবে নয়ত শিক্ষামন্ত্রীর উচিত পদত্যাগ করা।  সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আশিস চৌহান বলেন এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে হবে না। সিবিআই তদন্ত না  হলে সত্য উদ্ঘাটিত হওয়া  অসম্ভব। তিনি বলেন বিজেপির ডাকা বাংলা বনধ ব্যর্থ করতে রাজ্য  প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমাদের অনুরোধ এসব না করে শাসক দল তোষণের রাজনীতি থেকে সরে আসুক। এ রাজ্যের ছাত্ররা নিজেদের মাতৃ ভাষায় পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর থেকলে লজ্জার আর কী হতে পারে!

ইসলামপুরের ঘটনার প্রতিবাদে কাল, বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন।                              

.