This Article is From Nov 02, 2019

রণক্ষেত্র বিয়েবাড়ি! পাত্রপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারিতে জখম তিনজন

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়েবাড়ির তাঁবুর মধ্যে কীভাবে মারামারি চলছে দুই পক্ষের। একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারছেন তাঁরা।

রণক্ষেত্র বিয়েবাড়ি! পাত্রপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারিতে জখম তিনজন

মারামারিতে আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তেলেঙ্গানা:

বিয়েবাড়িতে ধুন্ধুমার। কনেপক্ষ ও পাত্রপক্ষের মধ্যে লেগে গেল মারামারি (Bride, Groom's Families Fight At Wedding)! খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মারামারিতে তিনজন আহতও হন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটেছে গত ২৯ অক্টোবর। গণ্ডগোলের সূত্রপাত বিয়ের শোভাযাত্রা বের করা নিয়ে। দুই পক্ষের মধ্যে কথোপকথন শুরু হয় এই নিয়ে। ক্রমে সেই আলোচনাই বাঁক নেয় উত্তপ্ত বাদানুবাদে। তেলেঙ্গানার (Telangana) সুরিয়াপেট জেলায় ঘটেছে এই ঘট‌না। কোদাদ রুরাল পুলিশ থানার সার্কেল ইনস্পেকটর শিবরাম রেড্ডি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘সুরিয়াপেট জেলার কোদাদ মণ্ডলের বাসিন্দা অজয় এবং অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ইন্দ্রজার বিয়ে হয় ২৯ অক্টোবর।''

WWE Crown Jewel: জড়িয়ে ধরে দু'পায়ের মাঝে লাথি! ২ মিনিটেই বিস্টের ম্যাচ জেতার ভিডিও ভাইরাল

কিন্তু কেন শুরু হল মারামারি? শিবরাম রেড্ডি জানাচ্ছেন, ‘‘ওই দিন অশান্তির সূত্রপাত হয় গ্রামে বিয়ের শোভাযাত্রা বের করা নিয়ে। দুই পক্ষের মধ্যে কথোপকথন শুরু হয় এই নিয়ে। ক্রমে সেই আলোচনাই বাঁক নেয় উত্তপ্ত বাদানুবাদ ও ক্রমে মারামারিতে। দুই পক্ষ একে অপরের উপরে চেয়ার তুলে ছুঁড়তে শুরু করে।''

তিনি আরও জানান, ‘‘এরপরই আমরা খবর পেয়ে ঘটনাস্থ‌লে পৌঁছে যাই। এবং দেখি দু'পক্ষ মিলিয়ে তিনজন আহত হয়েছেন। তবে তাঁদের চোট খুব গুরুতর ছি‌ল না। তাঁদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। আমরা তাঁদের পুলিশে অভিযোগ দায়ের করতে বলি। শুক্রবার তাঁরা পুলিশ থানায় এসে জানান, ওই দম্পতির কোনও অভিযোগ নেই। তাঁর একসঙ্গেই থাকছেন এবং তাঁরা কোনও অভিযোগ দায়ের করতে চান না। তাঁদের দাবি, দু'পক্ষ নিজেরাই সমস্যার সমাধান করে ফেলেছেন।''

'মধ্যপ্রদেশ' নাম শুনেই প্রেম-বিয়ে! ছেলের নাম 'ভোপাল'... নাতির নাম...?

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়েবাড়ির তাঁবুর মধ্যে কীভাবে মারামারি চলছে দুই পক্ষের। একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত সব অশান্তি মিটেছে। সুখে ঘরসংসার করা শুরু করেছেন নবদম্পতি।

.