This Article is From Jan 13, 2019

রেলস্টেশনের ফুটব্রিজ থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

ফুটব্রিজেরই স্তম্ভ থেকে একটি শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলছিল মহিলার দেহ।

রেলস্টেশনের ফুটব্রিজ থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

শনিবার সকালে পুলিশ মহিলার ঝুলন্ত দেহটি উদ্ধার করে

ধানবাদ:

ঝাড়খণ্ডের ধানবাদ রেলস্টেশন থেকে শনিবার এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হল। রেলপুলিশ জানিয়েছে, দু'টি প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজের একটি স্তম্ভ থেকে তিরিশ বছরের ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সকালের দিকে।

‘নেতাজি'র অশ্রুত ইতিহাস নিয়ে আসছে নতুন ধারাবাহিক

রেলপুলিশ জানিয়েছে, ওই ফুটব্রিজটি চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মকে সংযুক্ত করে। সেই ফুটব্রিজেরই স্তম্ভ থেকে একটি শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলছিল মহিলার দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘‘আগের দিন মাঝ রাতে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলে যাওয়ার পরে প্ল্যাটফর্মটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল। সকালে সাফাইকর্মীরা এসে প্রথম এই দৃশ্য দেখতে পান। তারাই রেলপুলিশকে খবর দেন।''

শীতের শহরে শুরু হল ঋতু-পক্ষ

পুলিশ পরে গিয়ে ওই জায়গা থেকে একটি সোয়েটার এবং টাকার ব্যাগ উদ্ধার করেছে।


আরও খবর দেখুন এখানে

.