This Article is From Mar 08, 2020

নারী দিবসে নয়া ঘোষণা, ''স্বাস্থ্য সাথী'তে পরিবারপ্রধান মেয়েরাও'': মমতা

নারীত্বের জয়গান গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি নারীদের সমাজের স্তম্ভ বলে বর্ণনা করেন এদিন।

নারী দিবসে নয়া ঘোষণা, ''স্বাস্থ্য সাথী'তে পরিবারপ্রধান মেয়েরাও'': মমতা

'নারীরাই সমাজের স্তম্ভ'---- মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস

  • নারীশক্তির বর্ণনায় মমতা বন্দ্যোপাধ্যায়
  • নারী সমাজের স্তম্ভ, টুইটে জানান তিনি
  • পরিবারের প্রধান হিসেবে মহিলাদের নাম থাকবে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড
কলকাতা:

ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (Woman Day 2020)। সারা বিশ্ব মুখর আজ নারীশক্তির (Women Empowerment) বন্দনায়। সংসারে, সমাজে, ঘরের কোণে, বৃহত্তর জগতে নারীর গুরুত্ব তর্কাতীত। তবু নারী পুরুষের সমমর্যাদা পায় কি? নারীকে কি আদৌ সমাজ ‘মানুষ' বলে গণ্য করে? কেন আজও গ্রাম, শহরতলি, খোদ কলকাতাতেও নারীকে ‘মেয়েছেলে'র মতো ইতর শব্দ শুনতে হয়! নারী দিবস সেই সব দিকে আঙুল রাখার পাশাপাশি কুর্নিশ জানায় মেয়েদের অপার শক্তিকে। স্বীকার করে, ‘সত্যিই সংসার সুখের হয় রমণীর গুণে।' আজ তাই আরও একবার নারীত্বের জয়গান গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamamta Banerjee)। টুইটে তিনি নারীদের সমাজের স্তম্ভ বলে বর্ণনা করেন এদিন।

মমতা আরও বলেন, রাজ্যের, দেশের, বিশ্বের সমস্ত শ্রেণির, সমস্ত স্তরের নারী আমাদের গর্ব। আজ তাঁদের ভূমিকা, নীরব পরিশ্রম নতুন করে স্মরণ করার দিন। তাঁদের কল্যাণের কথা ভেবেই বাংলায় কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প। যাতে সমাজে, নিজেদের জীবনে আরও দ্রুত এগিয়ে যেতে পারেন নারী।

একই সঙ্গে মমতা আরও জানান,  রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে 'স্বাস্থ্য সাথী', 'স্বাস্থ্য বীমা কার্ড'এ পরিবারের প্রধান হিসাবে স্বীকৃত হবে পরিবারের মহিলা সদস্যদের নাম।

.