This Article is From Dec 10, 2019

নাগরিকত্ব বিল নিয়ে কেন মত বদলালেন নীতিশ কুমার? সংশয়ে দলীয় নেতারা

পবন ভার্মা জানান, এই বিল ‘‘অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং জাতীয় স্বার্থের পরিপন্থী।’’ তিনি আরও জানান, ‘‘আমি আমার বক্তব্য নীতিশ কুমারকে জানিয়েছি।’’

নাগরিকত্ব বিল নিয়ে কেন মত বদলালেন নীতিশ কুমার? সংশয়ে দলীয় নেতারা

সূত্রানুসারে, নীতিশ কুমার ৪৫ দিন আগেও দলীয় নেতৃত্বের বৈঠকে এই বিলের সমালোচনা করেছিলেন।

হাইলাইটস

  • নাগরিকত্ব বিলকে সমর্থন করার বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি নীতিশ কুমারকে
  • সূত্রানুসারে, নীতিশ কুমার ৪৫ দিন আগেও এই বিলের সমালোচনা করেছিলেন
  • জেডিইউ দলের প্রশান্ত কিশোরের পর পবন ভার্মাও এই বিলের সমালোচনা করলেন
নয়াদিল্লি:

নাগরিকত্ব (সংশোধনী) বিলকে (Citizenship Bill) সমর্থন করেছে জনতা দল ইউনাইটেড তথা জেডিইউ (JDU)। দলীয় বৈঠকে বিলের সমালোচনা করার পরেও লোকসভায় তাকে সমর্থনের দলীয় অবস্থানে সমর্থন জানাননি দুই নেতা। প্রশান্ত কিশোরের পর এবার টুইট করলেন দলের সাধারণ সম্পাদক পবন ভার্মা। তিনি টুইটে এই বিল সম্পর্কে তাঁর বিরোধিতা প্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে (Nitish Kumar ) বিলের সমর্থনের ব্যাপারে চিন্তাভাবনা করতে অনুরোধ করেন। তিনি লেখেন, ‘‘আমি নীতিশ কুমারকে আর্জি জানাচ্ছি, সিএবি-কে সমর্থন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। এই বিল অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দেশের ঐক্য ও সম্প্রীতির পরিপন্থী। পাশাপাশি জেডিইউয়ের ধর্মনিরপেক্ষ মনোভাবেরও বিরোধী। গান্ধিজি একে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতেন।'' বুধবার বিলটি রাজ্যসভায় পেশ হবে।

প্রসঙ্গত, রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু। ফলে তাদের অন্য দলগুলির থেকেও যত বেশি সম্ভব সমর্থন প্রয়োজন।

নাগরিকত্ব বিল নিয়ে মার্কিন কমিশনের বিবৃতিতে পক্ষপাত রয়েছে: কেন্দ্র

পবন বর্মার আগে প্রশান্ত কিশোর, যিনি দলের জাতীয় মুখপাত্র, তিনি জানান, ‘‘সিএবি-কে জেডিইউ সমর্থন করছে দেখে অসন্তুষ্ট। এটা ধর্মের ভিত্তিতে বিভাজন করছে। যা দলের সংবিধানের সঙ্গে বেমানান। সেখানে প্রথম পাতাতেই তিনবার ধর্মনিরপেক্ষ শব্দটা রয়েছে। এবং নেতারাও গান্ধিবাদী মতবাদের সমর্থক।''

সূত্রানুসারে, নীতিশ কুমার ৪৫ দিন আগেও দলীয় নেতৃত্বের বৈঠকে এই বিলের সমালোচনা করেছিলেন।

‘‘বেমানান'': নাগরিকত্ব বিলে বিজেপিকে সমর্থন শিবসেনার, কী বললেন রাহুল গান্ধি

নীতিশ কুমারের বিরোধী রাজনৈতিক নেতারা তাঁর এই মত পরিবর্তনের ব্যাখ্যা দিচ্ছেন। তাঁদের মতে, আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন এনডিএ ওই নির্বাচনে লড়বে নীতিশ কুমারের নেতৃত্বে। নীতিশ কুমার সেই জন্যই বিলকে সমর্থন করলেন।

NDTV-কে পবন ভার্মা জানান, এই বিল ‘‘অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং জাতীয় স্বার্থের পরিপন্থী।'' তিনি আরও জানান, ‘‘জেডিইউয়ের অভ্যন্তরে গণতান্ত্রিকতা রয়েছে। এবং আমি আমার বক্তব্য নীতিশ কুমারকে ব্যক্তিগত ভাবে জানিয়েছি। এবার আমি প্রকাশ্যেও তাঁর কাছে আবেদন জানালাম।'' 

রাজনৈতিক কারণে তাঁরা বিজেপিকে সমর্থন করলেন কিনা একথা জানতে চাওয়া হলে তিনি বলেন, এর আগে ৩৭০, তিন তালাকের মতো ইস্যুতে তাঁদের দল সরকারের মতামতের বিরোধী মনোভাব ব্যক্ত করেছিল।

ঝাড়খণ্ডে জেডিইউ ও বিজেপির আলাদা ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে পবন ভার্মা বলেন, ‘‘দলের স্বাধীনতা রয়েচে ইস্যু অনুযায়ী দৃষ্টিভঙ্গি বদলানোর।''

.