This Article is From Jul 25, 2020

রাজ্যে সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিন রাস্তাঘাট জনমানবশূন্য, বন্ধ গণপরিবহণ

Bengal Lockdown: এই লকডাউনে একমাত্র ওষুধের দোকান ও হাসপাতালগুলো ছাড়া বন্ধ বাকি সব, সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামাও

রাজ্যে সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিন রাস্তাঘাট জনমানবশূন্য, বন্ধ গণপরিবহণ

West Bengal Lockdown: করোনা সংক্রমণের গতি কমাতে রাজ্যে সপ্তাহে দু'দিন করে লকডাউন (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • কলকাতা সহ রাজ্যের সব রাস্তাঘাট শুনশান, বন্ধ সমস্ত দোকানপাট
  • করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে দু'দিন করে লকডাউন জারি থাকবে রাজ্যে
  • বিভিন্ন রাস্তায় চলছে কড়া পুলিশি টহলদারি
কলকাতা:

সপ্তাহে দু'দিন করে লকডাউন জারির সূত্র মতে শনিবার দ্বিতীয় দিনের লকডাউন (West Bengal Lockdown) চলছে রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) সংক্রমণের গতি রুখতে সপ্তাহে দু'দিন করে লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সোমবার নবান্ন থেকে স্বরাষ্ট্রসচিব সকলকে সতর্ক করে দিয়ে ঘোষণা করেন যে, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ (Covid-19) শুরু হয়েছে, খুবই শোচনীয় অবস্থা শহর কলকাতার (Kolkata)। এই সংক্রমণ রুখতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দুই দিন করে কড়া লকডাউন বলবৎ থাকবে রাজ্যে। সেই ঘোষণা মতোই গত বৃহস্পতিবারও লকডাউন করা হয় গোটা রাজ্যে। শনিবারও দেখা গেল কার্যত বনধের চেহারা নিয়েছে গোটা রাজ্য। সমস্ত দোকানপাট বন্ধ, রাস্তাঘাট শুনশান, রাস্তায় নেই কোনও গণপরিবহণ। এই লকডাউনে একমাত্র ওষুধের দোকান ও হাসপাতালগুলো ছাড়া বন্ধ বাকি সব। আজকের (শনিবার ২৫ জুলাই) মতোই আগামী বুধবারও (২৯ জুলাই) রাজ্যে লকডাউন জারি রাখা হবে। আপাতত এই দুই দিন কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। সম্পূর্ণ বন্ধ থাকবে বিমানবন্দর, শুক্রবার এই খবর জানায় নবান্নের একটি সূত্র।

২৪ ঘণ্টায় ৪৮,০০০ এরও বেশি মানুষ করোনার কবলে, মোট আক্রান্ত ১৩.৩৬ লক্ষ

রাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউন মানা হচ্ছে কিনা তা দেখতে চলছে পুলিশ টহলদারি। রাজ্যের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এমনকী চলছে না সরকারি পরিবহণও। বন্ধ রাখা হয়েছে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাজার। রেলের কর্মীদের যাতায়াতের জন্যে হাওড়া ও শিয়ালদহ শাখায় যে বিশেষ ট্রেনগুলো চালানো হচ্ছিল শনিবার সেই ট্রেনগুলোর অধিকাংশই বাতিল করা হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের

এর আগে বৃহস্পতিবার প্রথম দ্বি-সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে প্রায় রণং দেহী চেহারা নেয় রাজ্য প্রশাসন। ওই দিন লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করার অপরাধে ৩,৮০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৫৩,৯৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরাজ্যে মোট ১,২৯০ জনের প্রাণ কেড়েছে ওই মারণ ভাইরাস। 

শুধু পশ্চিমবঙ্গই নয়, করোনা সংক্রমণ গোটা দেশেই অত্যন্ত দ্রুতহারে ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮,৯১৬ জন মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩,৩৬,৮৬১ এ পৌঁছেছে বলে জানাচ্ছে সরকারি পরিসংখ্যান। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, একদিনের মধ্যে দেশে আরও ৭৫৭ জনের প্রাণ কাড়লো করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ভারতে মোট ৩১,৩৫৮ জন মানুষ করোনার কারণে মারা গেছে। ফলে মৃত্যুর নিরিখে বিশ্ব তালিকায় ৬ নম্বরে পৌঁছে গেল ভারত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো এবং ইতালির পিছনেই রয়েছে এই দেশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.