This Article is From Oct 14, 2019

বন্ধ টালা ব্রিজ, ভাড়া না বাড়ালে ৯ জন বাস অপারেটরের পরিষেবা স্থগিতের হুমকি

২৮ সেপ্টেম্বর পাঁচ দশকেরও বেশি পুরনো Tallah bridge-এর উপর দিয়ে ভারী পণ্যবাহী যানবাহন ও বাস চলাচল বন্ধের পরামর্শ দেয় এক বিশেষজ্ঞ কমিটি।

বন্ধ টালা ব্রিজ, ভাড়া না বাড়ালে ৯ জন বাস অপারেটরের পরিষেবা স্থগিতের হুমকি

Tallah bridge closure: টালা ব্রিজের উপর দিয়ে ভারী যানচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়

কলকাতা:

কলকাতার ব্যস্ততম টালা ব্রিজে (Tallah bridge closure) বর্তমানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা হওয়ায় বাস পরিষেবায় অত্যন্ত সমস্যা হচ্ছে এবং ঘুরপথে বাস চালাতে হওয়ায় বাসের পরিচালন সংস্থাগুলির ব্যাপক লোকসান হচ্ছে, এমন কথা জানিয়ে রবিবার শহরের ৯টি বাস রুটের অপারেটররা পরিষেবা বন্ধের হুমকি দিলেন। রবিবার উত্তরের উপকণ্ঠ থেকে শহরের উত্তর ও মধ্য অংশে যাতায়াতকারী ওই বাস রুটগুলির পরিচালন সংস্থা আগামী সপ্তাহ থেকেই পরিষেবা বন্ধের হুমকি দিয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্বর বি টি রোডের উপর নির্মিত পাঁচ দশকেরও বেশি পুরনো টালা ব্রিজের (Tallah bridge) উপর দিয়ে ভারী পণ্যবাহী যানবাহন ও বাস চলাচল বন্ধ করার পরামর্শ দেয় এক বিশেষজ্ঞ কমিটি। তাঁদের মতে ওই সেতুর অবস্থা খুবই শোচনীয়, তাই সংস্কার না হওয়া পর্যন্ত টালা ব্রিজ দিয়ে ভারী যানবাহন না চালানোই উচিত বলে জানান তাঁরা। কিন্তু এই বিধিনিষেধের ফলে বাসগুলির জ্বালানির খরচ বাড়ছে, কেননা ঘুরপথে যেতে হচ্ছে ওই বাসগুলিকে। ফলে তাৎক্ষণিকভাবে বাসের ভাড়া বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে, না হলে আগামী সপ্তাহ থেকে পরিষেবাগুলি বন্ধ করে দিতে বাধ্য হবেন তাঁরা, এমনটাই জানিয়েছেন নবগঠিত ''উত্তর কলকাতা বাস ফোরাম''র মুখপাত্র এস কর।

টালা সেতুর ভবিষ্যত স্থির করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কর বলেন, এ বিষয়ে পরিবহন দফতর যদি প্রয়োজনীয় সমাধানের কথা না ভাবে তবে আগামী সপ্তাহ থেকেই ৯টি রুটের প্রায় ৩৫০ টি বাস চলাচল বন্ধ হয়ে যাবে । "জ্বালানী ও খুচরো যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে এমনিতেই প্রাইভেট বাস শিল্প ধুঁকছে। তার উপর আবার এই বিধিনিষেধ! আমাদের যদি বেঁচে থাকতে হয় তবে এই অতিরিক্ত খরচ সামলাতে অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে", বলেন তিনি । কর এও দাবি করেন যে, টালা ব্রিজ বন্ধ থাকার কারণে একটি বাসকে প্রতিবার গড়ে ৫ থেকে ১০ কিলোমিটার বেশি পথ পেরোতে হচ্ছে।

মাঝেরহাট ব্রিজ নতুন করে গড়ে তোলা হবে বলে জানালেন মমতা

পরিবহণ দফতরের এক কর্মকর্তা বলেছেন, "শিগগিরই আমরা বাস অপারেটরদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করব।" ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজে ধস নামার ঘটনার পরে পিডব্লিউডি টালা ব্রিজ সহ কলকাতার বেশ কয়েকটি পুরনো সেতুর '' স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট'' তৈরি করা শুরু করে। আর টালা ব্রিজটি যেহেতু রেলপথের ওপরে নির্মিত, ফলে এটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল আরও বিপজ্জনক। তাই আরআইটিইএসের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ওই সেতু দিয়ে আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

দেখুন "গোত্র" ছবির পঞ্চাশে পা:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.