আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাপর্ষদ (WBCHSE) নিয়মভঙ্গকারীদের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানাল শনিবার। উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের এক কর্তা জানান, পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে কোনও মোবাইল ফোন পাওয়া গেলে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সোশ্যাল মিডিয়ায় সদ্যসমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় পরপর ছ'দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পরেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিল। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিচালন ব্যবস্থার দায়িত্ব উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের ওপর ন্যস্ত। “পরীক্ষার হলে যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। শুধুমাত্র তার পরের পত্রের পরীক্ষাগুলিতে বসাই যে বাতিল করা হবে, তাই নয়, তাদের রেজিস্ট্রেশনও বাতিল করা হতে পারে”, জানান উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহুয়া দাস।
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ১৩ মার্চ পর্যন্ত।