This Article is From Feb 25, 2020

দেখে নিন ট্রাম্পের সপরিবার ভারত সফরের দ্বিতীয় দিনের কিছু সেরা ছবি

US President Donald সোমবার আহমেদাবাদ ও আগ্রা হয়ে দিল্লি পৌঁছন ট্রাম্প। মঙ্গলবার বিকেল ৫টায় তাঁর সাংবাদিক সম্মেলন করার কথা।

দেখে নিন ট্রাম্পের সপরিবার ভারত সফরের দ্বিতীয় দিনের কিছু সেরা ছবি

রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন ডোনাল্ড ট্রাম্পের

নয়াদিল্লি:

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) মঙ্গলবার সকালে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ে বৈঠক করেন। সোমবার আহমেদাবাদ ও আগ্রা হয়ে দিল্লি পৌঁছন তিনি। মঙ্গলবার বিকেল ৫টায় তাঁর সাংবাদিক সম্মেলন করার কথা। তিনি জানিয়েছেন, ‘‘গত দু'দিন, বিশেষ করে গতকাল স্টেডিয়ামে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। লোকেরা আমার থেকেও বেশি তোমার (প্রধানমন্ত্রী মোদি) জন্য ওখানে এসেছিল। যতবারই তোমার উল্লেখ করেছি, তারা আরও বেশি উচ্ছ্বসিত হয়েছে। মানুষ তোমাকে ভালবাসে।''

রইল দিল্লিতে মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সেরা ছবি

relvr4n

রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার গ্রহণ করছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

v3a5s2og

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

0763a2u

সর্বোদয় কো-এড সিনিয়র সেকে্ডারি স্কুলে মেলানিয়া ট্রাম্পকে সিঁদুরের ফোঁটা পরাচ্ছে এক পড়ুয়া

12aa4euo

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

dekupi9

হায়দরাবাদ হাউসে ইভাঙ্কা ট্রাম্প ও কুশনার 

.