This Article is From Apr 27, 2019

UP Board 10th, 12th 2019 ডাইরেক্ট লিংকে ক্লিক করুন দেখতে পাবেন রেজাল্ট

UP Board 10th, 12th Result 2019: দুপুর12:30 টার থেকে অফিসিয়াল ওয়েবনসাইট upmsp.edu.in -এ দেখা যাবে। পরীক্ষার্থীরা upresults.nic.in -এও নিজেদের রেজাল্ট চেক করতে পারবে

UP Board 10th, 12th 2019 ডাইরেক্ট লিংকে ক্লিক করুন দেখতে পাবেন রেজাল্ট

UP Board দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট অফিসিয়াল ওয়েবনসাইট upmsp.edu.in -এ দেখা যাবে

নিউ দিল্লি:

UP Board দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট (UP Board Result) আজ দুপুর 12:30 টার সময় প্রকাশ করা হবে। আর কিছুক্ষন বাদেই শেষ হতে চলেছে ছাত্রদের অপেক্ষা। দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট (UP Board Result 2019) উত্তর প্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের (UPMSP) অফিসিয়াল ওয়েবনসাইট upmsp.edu.in -এ দেখা যাবে। পরীক্ষার্থীরা upresults.nic.in -এও নিজেদের রেজাল্ট (UP Board Result 2019 Class 10) চেক করতে পারবে।এই বছর ইউপি বোর্ড তাড়াতাড়িই নিজেদের রেজাল্ট প্রকাশ করছে। পরীক্ষর্থীরা নিজেদের রোল নম্বররের সাহায্যে (UP Board Result 2019 Class 12) ফলাফল চেক করতে পারবে। এইবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও আগেই নেওয়া হয়েছে।পরীক্ষা শুরু হয়েছিল সাত ফেব্রুয়ারি আর শেষ হয় 2 শরা মার্চ।এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল   58,06,922।

UP Board Result 2019: এক ক্লিকে কিভাবে চেক করবেন 

নিম্নে প্রদত্ত লিংকের সাহায্যে এটি সহজে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে 

UP Board Result 2019 Class 10
UP Board Result 2019 Class 12

UP Board 10th,12th Result কম নম্বর পেয়ে ফেল করে গেলে কি করতে হবে? 
যে সমস্ত পরীক্ষর্থীদের মনে হবে তারা ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কম নম্বর পেয়েছে, তারা পুনরায় মূল্যাঙ্কনের জন্য আবেদনা করতে পারেন। এই বছর বোর্ড পুনর্মূল্যাঙ্কের চার্জ ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে।  এছাড়া যে পরীক্ষার্থীরা ফেল করে যাবে, তাদের জন্য কম্পার্টমেন্ট পরিখার ব্যবস্থা আছে।   

.