This Article is From Aug 18, 2018

রেল লাইনে পারাপার, ট্রেনের ধাক্কায় বেলঘড়িয়ায় মৃত দুই মহিলা

শনিবার বিকেল 4 টা 30 মিনিটে বেলঘরিয়া স্টেশনে কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল ধাক্কা মারে ওই দুই মহিলাকে

রেল লাইনে পারাপার, ট্রেনের ধাক্কায় বেলঘড়িয়ায় মৃত দুই মহিলা

মৃতদেহ রেল লাইন থেকে সরানো হয়েছে এবং স্বাভবিক ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে

কলকাতা:

ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বেলঘড়িয়া রেলস্টেশনের একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মারা যান দুই মহিলা। পুলিশ জানায়, শনিবার বিকেল 4 টা 30 মিনিটে বেলঘরিয়া স্টেশনে কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল ধাক্কা মারে ওই দুই মহিলাকে।

দমদম জিআরপিএসের এক কর্তা বলেন, “প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজনই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামছিলেন তারপর তাঁরা লাইনের উপর দিয়ে পারাপার শুরু করেন। সেই সময়েই পিছন থেকে ধাক্কা মারে ট্রেনটি।” ট্রেনটি যখন ট্রেনের পেছনে পেছনে দিয়েছিল তখন তারা রেলপথের নিচে ঢুকে পড়েছিল, তিনি বলেন।

পুলিশ জানায়, ওই দুজনকে এখনো শনাক্ত করা যায়নি।

"মৃতদেহ রেল লাইন থেকে সরানো হয়েছে এবং স্বাভবিক ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে,"- জানিয়েছেন ওই কর্মকর্তা।

.