This Article is From Mar 21, 2020

টেকনিশিয়ানদের পাশে টলিউড-ফেডারেশন, একযোগে তহবিল গঠন

করোনা সংক্রমণ ঠেকাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে যেমন প্রস্তুত টলিউড এবং ফেডারেশন তেমনি দুঃসময়ে টেকনিশিয়ানদের পাশেও দাঁড়াচ্ছেন সবাই একজোটে।

টেকনিশিয়ানদের পাশে টলিউড-ফেডারেশন, একযোগে তহবিল গঠন

টেকনিশিয়ানদের পাশে টলিউড-ফেডারেশন একজোটে

হাইলাইটস

  • টেকনিশিয়ানদের পাশে টলিউড-ফেডারেশন
  • ত্রাণ তহবিল গড়া হচ্ছে তাঁদের জন্য
  • সোমবার সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা হবে
কলকাতা:

করোনা সংক্রমণ (Coronavirus) ঠেকাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে যেমন প্রস্তুত টলিউড এবং ফেডারেশন তেমনি দুঃসময়ে টেকনিশিয়ানদের পাশেও দাঁড়াচ্ছেন সবাই একজোটে। এমন অনেক টেকনিশিয়েন আছেন, যাঁরা রোজ ৮ ঘণ্টা কাজ করে যে পারিশ্রমিক পান তাই দিয়ে সংসার চালান। আগামী ৩০ মার্চ পর্যন্ত শুটিং বন্ধের কারণ তাঁদের অনেকেরই দিন গুজরান প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এঁদের কথা চিন্তা করেই শুক্রবার রাতে পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh) পরিচালক অরিন্দম শীলকে (Arindam Sil) ফোনে একটি তহবিল (Relief Fund) গঠনের অনুরোধ জানান। দীর্ঘ আলোচনার পর দুই পরিচালক সিদ্ধান্তে আসেন শনিবার সকালে কথা বলা হবে টলিউডের বাকি তারকাদের সঙ্গে।

সেফ হ্যান্ড চ্যালেঞ্জে মিমি, নিজের এলাকায় মাস্ক, স্যানিটাইজার পাঠালেন ঘরে বসেই

পরিচালক অরিন্দমের জবানিতে, 'শুক্রবার গভীর রাতে কথা বলি মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফেডারেশনের স্বরূপ বিশ্বাসের সঙ্গেও। তাঁদের থেকে জানতে পারি, ইতিমধ্যেই তাঁরা একটি তহবিল গড়েছেন। তখনই ঠিক হয়, এক জায়গাতেই সমস্ত অর্থ জমা করা হবে। গত রাতেই গৌতমদা একলক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আশা, এভাবেই সবাই মিলে দাঁড়ালে ভেসে যাবে না একটি পরিবারও।'

FEDERATION OF CINE TECHNICIANS AND WORKERS OF EASTERN INDIA
IFS code: UTB10KUD174
A/C no:0379050013934

অরিন্দম আরও বলেন, 'ইতিমধ্যেই সমস্ত তারকাদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবার আগে এগিয়ে আসেন তরুণ ব্রিগেড। যেমন, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। এগিয়ে এসেছেন অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক সেনও।' আমাদের আহ্বান, শুধু তারকা নয়, ওপরে জানানো ব্যাঙ্কিং তথ্য দেখে যেকোনও সহৃদয় ব্যক্তি এই তহবিলে অর্থ সাহায্য করতে পারেন।'

আফ্রিকা থেকে ফিরলেন সৃজিত-প্রসেনজিৎ, গৃহবন্দি থাকবেন ১৪ দিন

স্বরূপ বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনিও সায় দিয়ে বলেন, 'ইতিমধ্যেই আমরা একসঙ্গে কাজ করার কথা ভাবছি। আমাদের তহবিল গঠন হয়ে গেছে। মূলত জুনিয়ার টেকনিশিয়ানদের কথা ভেবেই এই পদক্ষেপ। কী পরিমাণ অর্থ জমা হল, কীভাবে সাহায্য করা হবে---সোমবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।'

করোনা মহামারি ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ভেদ ভুলে একজোটে লড়ার বার্তা দিয়েছেন। সেই প্রেক্ষিতে সোমবার বিকেল সাড়ে চারটেয় মোদি সমস্ত চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। সেখানে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের বি বি চট্টোপাধ্যায়, আইসিসি-র মায়ান জালান এবংসিআইআই-এর চন্দ্রশেখর ঘোষের সঙ্গে ভিডিওতে কথা বলবেন। টলিউডের প্রতিনিধি হিসাবে অরিন্দম শীল অর্থনৈতিক দিক থেকে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে কীভাবে, কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে টলিউড চেম্বার অফ কমার্সের মাধ্যমে সেদিকটাই তুলে ধরবেন বলে জানিয়েছেন পরিচালক। 

.